প্রবন্ধ

পতনের যুগে বিশ্বাসের পথে

লেখক:আল্লামা ইকবাল
২৩ জানুয়ারী, ২০২২
২৭৪০ বার দেখা হয়েছে
মন্তব্য

পতনের যুগে বিশ্বাসের পথে

আজিকের যুগে অনেক আপদ রয় গােপন,
আহবান করে ঝঞা, স্বভাব তার কোপন।
প্রাচীন জাতির দরবার আজ লক্ষ্যহীন,
জীবন-তরুণ সবুজ শাখা রস-বিহীন
বাহ্য চমক আত্মা মােদের বিমূঢ় করে
মােদের বাদ্য-যন্ত্রগুলি বেসুর করে
হৃদয় হতে বহ্নি প্রাচীন হরণ করে
‘লা-ইলাহা’র অগ্নি-জ্যোতিঃ হরণ করে
জীবন-গঠন পঙ্গু যখন মুহ্যমান
“তকলীদ’ করে জাতির সত্তা শক্তিমান
পিতৃ-পথে গমন কর, ঐক্য মত
‘অনুসরণ’ জাতির শক্তি, ঐক্য পথ
হেমন্তে তুই অভাগা ফল পুষ্প-হারা
বসন্তেরি আশায় তরু উচিত ছাড়া
হারিয়ে সিন্ধু অধিক ক্ষতি বার কর
ক্ষীণ-স্রোতা ক্ষুদ্র নদী রক্ষা কর
হয়ত পুনঃ শৈল-প্লাবন বইবে জোরে
তরঙ্গময় ঝড়ের মুখে ফেলবে তােরে
সুহ্ম-দৃষ্টি প্রাণ যদি রয় অঙ্গে তব
ইস্রাঈলের নিদর্শনে শিক্ষা নব
তপ্ত-শীতল চক্র কালের লক্ষ্য কর
সূক্ষ্ম প্রাণের দুঃখ গভীর লক্ষ্য কর
মন্থর বেগে রক্ত বহে শিরায় তাহার
শত দেউলের পাষাণ-রেখা ললাটে তার

সংকুচিত পন্থা মােদের ধর্মপথে
ইতর রাজে ধর্ম-জ্ঞানের মর্মরথে
ধর্ম-জ্ঞানের মর্ম বাণী হে অজ্ঞজন
বিজ্ঞ হলে পুণ্যবিধির নাও গাে শরণ
জাতির নাড়ী যাদের জানা, রাষ্ট্র করে
বিভেদ তব জীবন-ঘাতী জাতির তরে
এক বিধানে মুসলিম থাকে জীবন্ত
জাতি দেহ কুরআন দ্বারা জীয়ন্ত
আমরা মাটি চেতন হৃদয় সেই শুধু
সামলে ধর ‘খুদার রশি সেই শুধু
মুক্তা সম যুক্ত ডােরে তার আবার
নইলে ধূলার মতন উড়ে হও সাবাড়।

প্রসঙ্গসমূহ:

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

من مقال الشيخ عبد الفتاح

...

শাইখুল ইসলাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
৯ নভেম্বর, ২০২৪
১৫৪৯ বার দেখা হয়েছে

উক্তি

...

আহমাদ মুসা জিবরীল
১০ নভেম্বর, ২০২৪
৩৫৩৫ বার দেখা হয়েছে