আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৩৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন অবিবাহিত বালক যেনা করলে তার শাস্তি বর্তমান যুগে কিরকম ভাবে হবে, ৮০ টি বেতরাঘাত দিয়ে?

১২ অক্টোবর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلا و رحمة الله
অবিবাহিত পুরুষ যিনা করলে তার শাস্তি হলো একশত বেত্রাঘাত, যেমনিভাবে কোরআনুল কারীমের সূরা নূরের 2 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামীন বলেন-
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ
ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো, আল্লাহর বিধান কার্যকরে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়া উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো! মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে!( সূরা নূর , আয়াত-2 )

(তবে উক্ত বিধান কার্যকর করা সরকার বা প্রশাসনের দায়িত্ব, জনসাধারনের নয়!)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন