আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯১৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুম্মার নামাজের নিয়ত টা যদি একটু বলেন?

৪ অক্টোবর, ২০২১
West Bengal 711405

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ,
নিয়ত বলা হয়- দিলের সংকল্পকে। আপনি ওয়াক্ত হওয়ার পর যখন অযু করলেন, মসজিদের দিকে গমন করলেন, নামাজের কাতারে দাঁড়ালেন, আপনি যে জন্য অজু করলেন, যে জন্য মসজিদে গমন করলেন, যে জন্য নামাজের কাতারে দাঁড়ালেন এই সবগুলোর একই উদ্দেশ্য, আর তা হলো- ‘নামাজ আদায় করা’। আপনার দিলের মধ্যে যে উদ্দেশ্য, যে সংকল্প, এই সংকল্প এবং উদ্দেশ্যকেই- নিয়ত বলা হয়। আর এই এই নিয়ত’ই নামাজের জন্য ফরজ। আমাদের দেশে মুখে যে উচ্চারণ গুলো বলা হয় সেটা মূলত নিয়ত নয়, বরং নিয়তের মৌখিক উচ্চারণ, একান্ত যদি আপনি তা না পারেন তাহলে- শুধুমাত্র ‘আল্লাহু আকবার’ বলে নামাজ শুরু করলেও নামাজ হয়ে যাবে। তবে মুখে উচ্চারণ করা মোস্তাহাব। তাই নিম্নে তা উল্লেখ করে দেয়া হলো-
نَوَايْتُ اَنْ اُسْقِطََ عَنْ ذِمَّتِىْ فَرْضُ الظُّهْرِ بِاَدَاءِ رَكْعَتَىْ صَلَوةِ الْجُمُعَةِِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা অর্থ
আমি দুই-রাকাত ফরজ জুমআ ‘র নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর