আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

এটি হাদীস নয়: আঠারো হাজার মাখলুকাত।

প্রশ্নঃ ৯১১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত শায়েখ! আমি তাবলীগ করি কিন্তু কিছু কিছু কথা যা আমরা তাবলিগে বলি বা মুরুব্বীরা বলে কেন জানি আমার কাছে কথা গুলো হাদীস সম্মত মনে হয় না। এগুলোর যদি দলিল থাকে দয়া করে দিবেন আর এগুলো যদি দলিল ভিত্তিক না হয় এমন কিছু হাদিস দিবেন যা আমরা যেনো দাওয়াতের সময় ব্যাবহার করতে পারি।جزاك اللهُ خيراً‎ যেই কথা গুলো অসামঞ্জস্য মনে হয় নিন্মে দেয়া হলো১) আল্লাহ ﷻ ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন তন্মধ্যে আমরা সেরা আমাদের খেদমতে বাকি মাখলুকাতের নিয়োজিত। আদেও কি ১৮ হাজার মাখলুকাত নাকি বেশি?২) কেউ যদি দাওয়াত দিতে গিয়ে কোনো ভাই এর জন্যে অপেক্ষা করে তো আল্লাহ ﷻ তাকে হাজরে আসওয়াদ পাথর সামনে রেখে সবে বরাতে সারা রাত ইবাদতের সাওয়াব দান করেন ..!৩)কোনো মজলিশে বসে কিছু দ্বীনি কথা শুনলে প্রত্যেকটা কথার ধরা এক এক বছরের নফল ইবাদতের সাওয়াব দেয়া হয়।৪)৫ ওয়াক্তো নামাজ পড়লে আল্লাহ ﷻ ৫ টা পুরস্কার দিবেন ক)রিজিকের পেরেশানি দুর করে দিবেন খ)কবরের আযাব মাফ করে দিবেন গ) ডান হতে আমল নামা দিবেন ঘ)বিনা হিসাবে জান্নাত দিবেন এটার দলিল প্রয়োজন।দুঃখিত এত বড় প্রশ্ন করার জন্যে কারণ আমাদের ইমাম সাহেব অনেক ব্যাস্ত থাকেন আপনারাও ব্যাস্ত থাকেন যেই কারণে একসাথে এত বড় প্রশ্ন করা। আর দ্বীন এর খেদমত যেনো সহীহ শুদ্ধ হয় সেই কারণে করা।আল্লাহ আমাকে দ্বীন এর খাদেম হিসেবে কবুল করেন আর আপনাদেরও এই খেদমত কে কবুল করেন আমীন,

২৬ অক্টোবর, ২০২৩

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. জমিনের যা কিছু আছে সবই মানুষের কল্যাণের জন্য। এ কথাটি কুরআন দ্বারা সমর্থিত। কিন্তু মাখলুকের সংখ্যা কিছুতেই ১৮ হাজার নয়। বরং অগণিত অসংখ্য।
___________________
আমাদের দেশের ইসলামী অঙ্গনে নির্ভরযোগ্য মাসিক পত্রিকা মাসিক আল কাউসার এর জুন ২০১০ সংখ্যায় উল্লেখ হয়েছে :

এটি হাদীস নয়: আঠারো হাজার মাখলুকাত।
উপরের কথাটি লোকমুখে এতই প্রসিদ্ধ যে, অনেকের কাছে তা কুরআন-হাদীসের বাণীর মতো স্বতঃসিদ্ধ। কিন্তু মাখলুকাতের এই নির্দিষ্ট সংখ্যা না কুরআনে আছে, না কোনো সহীহ হাদীসে। বাস্তবতা হল, আল্লাহ তাআলা অগণিত মাখলুক পয়দা করেছেন। জলে ও স্থলে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির মাখলুক আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। মানুষের জানার বাইরেও রয়েছে অসংখ্য মাখলুক। আল্লাহ তাআলা কত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট সংখ্যা সহীহ হাদীসে বলা হয়নি। একটি ‘মুনকার’ বর্ণনায় এর সংখ্যা ‘এক হাজার’ বলা হয়েছে। কিন্তু অনেক মুহাদ্দিস বর্ণনাটিকে মাওযূ বা জাল বলে আখ্যা দিয়েছেন। (আলমাওযূআত, ইবনুল জাওযী ২/২১৬; আলফাওয়াইদুল মাজমুআ পৃ. ৪৫৮-৪৫৯) এছাড়া এই সংখ্যা সম্পর্কে কিছু মনীষীর উক্তিও রয়েছে। যেমন মারওয়ান ইবনুল হাকামের কথামতে সতের হাজার জগত রয়েছে। আর আবুল আলিয়ার অনুমান অনুযায়ী চৌদ্দ হাজার কিংবা আঠারো হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই বিভিন্ন সংখ্যা কিছু মনীষীর উক্তিমাত্র, হাদীস নয়। দ্বিতীয়ত তাদের বক্তব্য থেকেও অনুমিত হয় যে, নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাতে নয়; বরং আধিক্য বোঝাতেই তারা এ সব কথা বলেছেন। তাও আবার অনুমান করে। এই কারণে এর কোনোটিকেই প্রমাণিত সত্য মনে করার কোনো কারণ নেই; বরং এ বিষয়ে ইবনে কাসীর রাহ.-এর কথাটিই মূল কথা, যা তিনি আবুল আলিয়ার পূর্বোক্ত কথাটি পূর্ণভাবে উদ্ধৃত করার পর বলেছেন। আর তা হল, هذا كلام غريب يحتاج مثل هذا إلى دليل صحيح অর্থাৎ এটি এমন একটি আজব কথা, যার জন্য বিশুদ্ধ দলীলের প্রয়োজন রয়েছে। (তাফসীরে ইবনে কাসীর ১/২৬) অতএব আঠারো হাজার নয়; বরং বলা উচিত যে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক পয়দা করেছেন, যা আমরা গুণে ও হিসাব করে শেষ করতে পারব না।

----
দৈনিক আমাদের এখানে বহু প্রশ্ন জমা হচ্ছে। একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর আপাতত সম্ভব নয়।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

২৫০১৫

তাবলীগ জামাতের বৈধতা সম্পর্কে কোরআন-হাদীস কি বলে?


৯ নভেম্বর, ২০২২

বগুড়া

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী আরিফুর রহমান

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy