আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৫৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টিকটিকির পায়খানা কি নাপাক? যদি নাপাক হয় তাহলে মসজিদের ভিতরে টিকটিকি পায়খানা করলে তা কি মুসলেই হবে হবে নাকি ধুইতে হবে?

৬ সেপ্টেম্বর, ২০২১
OJMA২৫৯০، ২৫৯০ طريق مكة المكرمة، ৮০৯৪، القصورية ১৯৯৫৬، السعودية (SA)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হা, টিকটিকির পায়খানা নাপাক, তবে টিকটিকি যদি মসজিদের ভিতরে পায়খানা করে দেয় তবে তা মুছলেই সেখানে নামায পড়া জায়েজ হবে, ধৌত করা জরুরী নয়, তবে উত্তম।
সূত্র
( সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৩৮৯৬, জামেউল আহাদীস, হাদীস নং-১০৭৮৩, মারেফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী, হাদীস নং-১৩২৩, আল জামেউল কাবীর, হাদীস নং-২৩৮, উমদাতুল ক্বারী-৩/১৪০পৃঃ, আদিল্লাতুল হানাফিয়্যাহ-১০১পৃঃ)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন