আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অমুসলিমে ঝুটা খাওয়ার বিধান

প্রশ্নঃ ৩১৩০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় কোন অমুসলিম আসলে তাকে দেওয়া নাস্তার কিছু অংশ তিনি খেয়ে রেখে দিলে অবশিষ্টাংশের ব্যাপারে শরীয়তের বিধান কি ? তা কি খাওয়া যাবে ?

৪ সেপ্টেম্বর, ২০২৩
মৌলভীবাজার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি অমুসলিমের মুখে কোনো নাপাক না থাকে (মদ, হারাম মাংস কিংবা অন্য কোনো হারাম বস্তু) এবং খাবারটি হালাল হয় (মুসলিমের খাবার হালাল হওয়াই স্বাভাবিক) তাহলে অমুসলিমের ঝুটা বা বেঁচে যাওয়া খাবার খাওয়া জায়েজ আছে। তবে যদি তার মুখে কোনো হারাম বস্তু লেগে থাকে তাহলে তার বেঁচে যাওয়া খাবার খাওয়া জায়েজ নাই।


وفي الدر المختار: 1/424 (مكتبة رشيدية) : (فسؤر آدمي مطلقا) ولو جنبا أو كافرا . . . . . الخ

وفي الفتاوى الهندية 1/23 عرق كل شيء معتبر بسؤره . . . سؤر الآدمي طاهر ويدخل في هذا الجنب والحائض والنفساء والكافر إلا سؤر شارب الخمر ومن دمي فوه إذا شرب على فور ذلك فإنه نجس وإن ابتلع ريقه مرارا طهر فمه على الصحيح كذا في السراج الوهاج.
https://muslimbangla.com/masail/9417

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন