আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৫৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবার বয়স ৯০ বছর, বর্তমানে বার্ধক্যজনিত কারণে বেশ অসুস্থ, এস্তেনজা করার পর শরীর পাক থাকে না এবং একাকী অজু করাও সম্ভব না, এ অবস্থায় তার উপর ফরজ নামাজের হুকুম কি?

৮ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার বাবা প্রতি ওয়াক্ত নামাজের জন্য ওয়াক্ত শুরু হলে অজু করে নেবেন এবং সেই অজু দিয়ে নামাজ পড়তে থাকবেন, যতক্ষণ এই ওয়াক্ত থাকবে ততক্ষণ তার ওজরের কারণে ওযু ভঙ্গ হবে না, এবং এই অজু দ্বারা ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত নামাজ আদায় করতে এবং অন্যান্য এবাদত যেমন কোরআন তেলাওয়াত ইত্যাদি করতে পারবে এবং ওয়াক্ত শেষ হয়ে গেলে এই অজু ভেঙ্গে যাবে এবং পরবর্তী ওয়াক্তের জন্য আবার নতুন করে অজু করে নিতে হবে! অন্তত এতটুকুর জন্য আপনাদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করতে হবে!( সূরা বনি ইসরাইল , আয়াত -24, তানবিরুল আবসার -1/305)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন