প্রশ্নঃ ৮৫৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,,, শায়েখ আমার সামান্য একটি প্রশ্ন, আমি জেনেরাল লাইনের ছাত্র, এখন জেনেরাল লাইন ছেড়ে মাদ্রাসায় ভরতি হতে চাচ্ছি,,, কওমি মাদ্রাসায়।আমার মহল্লা আর আশে পাশে খোজ নিয়ে দেখলাম ভালো তেমন মাদ্রাসা নেই,,, আমি চাচ্ছিলাম, জামিয়া রহমানিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায়,,, এটা হচ্ছে মোহাম্মাদপুর অবস্থিত। আমি দেখতে পাচ্ছি আপনি ও মোহাম্মাদপুর, জামিয়া এক মাদ্রাসায় নিয়জিত আছেন, আলহামদুলিল্লাহ। যদি একটু অনুগ্রহ করে বলতেন যে (জামিয়া রহমানিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা) টা তে কি ভরতি চলছে কিনা,,,আর আপনি যেই মাদ্রাসায় নিয়জিত আছেন সেটার ও যদি একটু হালোত জানাতেন। অনেকটা উপকার হতো,,,শায়েখ অনেক মোহাব্বত,আশা আর বিশাস নিয়ে আপনার কাছে প্রশ্ন টা রেখেছি,,,আশা করি উত্তর টা পাবো!!! "আল্লাহতায়ালা আপনার ওপর সহায় হোক" জাযাকাল্লাহ খইর🙂
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ,
আপনি আপনার কাঙ্খিত মাদ্রাসাগুলো হতে কয়েকটিতে সফর করুন, সেখানে গিয়ে ওস্তাদের সাথে সরাসরি পরামর্শ করুন, আপনার নিজের অবস্থা তাদের সামনে তুলে ধরুন, ইনশাল্লাহ, এক জায়গায় নাহলেও আরেক জায়গায় অবশ্যই কোন একটা ব্যবস্থা হয়ে যাবে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন