আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৪৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আছ ছালামুআসাই ভালো কইরা পঢ়া শুনা কৰাৰ ইসলামিক physical আমল 💕 আর লাইন মাৰা থেকে বাচার উপায় আমি কি বিয়ে কৰাৰ উদ্দেশ্যে কাউকে ভালো বাশতে পাৰি আমার জন্য দোয়া কৰবেন আমি জেন ভালো কৰে পৰে তাকে বিয়ে করতে পাৰি বিশ্ব নবীর ছুন্নত অনুযায়ী l asked from India

৪ সেপ্টেম্বর, ২০২১
Assam 783129

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,
ভালো করে পড়ালেখা করার জন্য আপনি আপনার শিক্ষকদের থেকে এমন একজন শিক্ষককে নির্বাচন করুন যার চলাফেরা জ্ঞানগর্ভ আলোচনা আপনার উপর প্রভাব ফেলে, যার জ্ঞানগর্ভ কথা আপনাকে প্রভাবিত করে, এমন একজন শিক্ষকের সাথে আপনার সম্পর্ক করুন, অতঃপর আপনার পড়া-লেখাসহ যাবতীয় বিষয় তার কাছ থেকে পরামর্শ নিয়ে চলুন।
এবং বিয়ের পূর্বে অন্য কোন মহিলার সাথে প্রেম-ভালোবাসার নামে কথাবার্তা বলা, দেখাশুনা করা সম্পূর্ণ নাজায়িয ও হারাম। সুতরাং বিবাহ করার উদ্দেশ্যে আপনি কারো সাথে প্রেম-ভালোবাসায় জড়িত হতে পারবেন না।, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম।
সূত্র
(সূরা বনী ইসরাঈল -৩২, বুখারী শরীফ হাদীস নং- ৬২৪৩,মেশকাত শরীফ হাদীস নং-৮৬)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন