আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আইয়্যামুল বীযের আমল

প্রশ্নঃ ৮৩৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আয়ামে বিজের রোজা কবে রাখতে হবে

৭ ডিসেম্বর, ২০২২
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


*আইয়্যামুল বীযের আমল :*

"আইয়্যামুল বীয" অর্থ উজ্জ্বল রাতের দিনগুলো।
চান্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখকে *"আইয়্যামুল বীয"* বলা হয়।

হাদীসে এসেছেঃ

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ، وَأَيَّامُ الْبِيضِ صَبِيحَةَ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ.

জারীর ইব্‌ন আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বলেনঃ
প্রত্যেক মাসের তিন দিন সওম (রোযা) পালন করা সারা জীবন সওম (রোযা) পালন করার সমতুল্য।
আর আইয়্যামুল বীয -তের চৌদ্দ এবং পনের তারিখ।
—সুনানে নাসায়ী ২৪২০

https://muslimbangla.com/hadith/76450
https://muslimbangla.com/hadith/76452
https://muslimbangla.com/hadith/76453
https://muslimbangla.com/hadith/76461

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন