আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৯০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাদেগী জিন্দেগী বলতে কি বুঝায়? সাহাবায়ে কেরাম এর যেমন সাদাসিধা জীবন ছিল আমরা তা কিভাবে এখতিয়ার করতে পারি? যেমন ধরেন সাহাবায়ে কেরাম তো অনেক সাধারণ আসবাবপত্র ব্যবহার করতেন, কিন্তু আমরা এতসব আসবাবপত্রে অভ্যস্ত হয়ে পড়েছি যে বের হয়ে আসা কঠিন?

১১ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



সাদেগী জিন্দেগি বলতে বোঝায় যেখানে কোন অপচয় থাকবেনা। লৌকিকতা থাকবে না। হালাল খাদ্য যা পাবে ক্ষুধা মেটানো পরিমাণ খাবে। অতিরিক্ত ভোজন করবে না।
পরিধান করার জন্য হালাল উপায়ে যা পাবে কোয়ালিটি ও সমাজের উচ্চ শ্রেণীর কাছে মূল্য না থাকলেও ঐটাই পরিধান করবে। উচ্চাভিলাষ থাকবে না। এটাই হলো সাদেগী জিন্দেগি।

বাস্তবেই আমরা আমাদের জীবনকে উচ্চাভিলাষ, শৌখিনতা এবং নানান সামাজিকতায় জড়িয়ে ফেলেছি। যার ফলে সহজ সরল জীবন থেকে অনেক দূরে সরে গিয়েছি। জীবনের ব্যয় ও আয়োজন অনেক বেড়ে গিয়েছে। ইবাদতের অংশ কমে গেছে। শান্তি ও তৃপ্তি দূরে চলে গেছে।
এক তরকারি দিয়ে আমাদের খানা হয়না। ৫-৭ টি আইটেম না হলে খাবার চলে না। এইসব হল সাদেগি জিন্দেগি থেকে দূরে সরার কিছু নমুনা।

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন