আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৭২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ১/ কোন কারণ বসতে যদি জামাত চলাকালীন নামাজ যদি অর্ধেক পাই। তাহলে নামাজের শেষ বৈঠকে ইমাম সাহেবের সাথে কি দুয়ায়ে মাসুরা, দরুদ, ও দোয়ায়ে কোনুত পড়তে হবে?২/ আমার একটা খালাতো বোন আছে, আমি থাকে নিয়ে বেশিরভাগ সময় রাত্রেবেলায় খারাপ স্বপ্ন দেখি। আর আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহ তায়ালার কাছে প্রর্থনা করি, যেন জীবন সঙ্গীনি হিসাবে একটা ভালো মানুষ দেন। স্বপ্নটা কি খারাপ স্বপ্ন?

২ আগস্ট, ২০২১
৭৩GR+P৬৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلام ورحمة الله



সেক্ষেত্রে আপনার শুধু তাশাহুদ পড়তে হবে। দরূদ শরীফ ও দুয়ায়ে মাসুরা পড়তে হবে না।

মাসবুক ব্যক্তি (ইমামের পিছনে যে ব্যক্তি এক বা ততোধিক রাকাত নামায পড়ে ফেলার পর শরীক হয় উক্ত ব্যক্তিকে ইসলামী ফিক্বহের পরিভাষায় মাসবুক বলে।) ইমামের সাথের শেষ বৈঠকে তাশাহুদ ধীরে ধীরে পড়বে। এতটা ধীরে যে, ইমাম সাহেব তাশাহুদ শেষ করে, দরূদ ও দুআয়ে মাসুরাও শেষ করে ফেলতে পারেন। তারপর ইমাম সালাম ফিরানোর পর বাকি নামায পূর্ণ করবে।

তথ্যসূত্র

১-ফাতওয়া শামী-২/২২০-২২১

২-ফাতওয়া তাতারখানিয়া-১/৫৫৯

৩-ফাতওয়া আলমগীরী-১/৯১

৪-আল বাহরুর রায়েক-১/৫৭৫

৫-আহসানুল ফাতওয়া-৩/৩৮১

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন