আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৫১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচার মৃত্যু হয়েছে জেনে কেউ যদি সুন্দরী অল্পবয়সী ধনী চাচীকে বিয়ে করে এবং কিছু দিন পরে যদি হঠাৎ চাচা ফিরে এসে তার বউকে ফেরত চাই তাহলে সমাধান কী

২৫ জুলাই, ২০২১
ঢাকা ১২০৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



বিবাহ একটি স্থায়ী বন্ধন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি আখিরাতেও এই বিবাহবন্ধনের উপরে আল্লাহ তাআলা জান্নাতে একত্রে থাকতে দেবেন। যদি তাতে তালাকের কোন দুর্ঘটনা না ঘটে।

বিবাহের পর স্বামীর মৃত্যু অথবা স্বামী-স্ত্রীর (তালাক, খুলা', লিআন, ফাসখ ইত্যাদির মাধ্যমে) বিচ্ছেদ ঘটানো না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ বহাল থাকবে।

কোন নারী অন্যের বিবাহবন্ধনে থাকা অবস্থায় কিছুতেই অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ নেই।
পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসায় আল্লাহ তাআলা যেসব নারীদেরকে হারাম ঘোষণা করেছেন, তাদের তালিকার শেষ দিকে অন্যের স্ত্রীকেও হারাম ঘোষণা করেছেন।

وَّالۡمُحۡصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ۚ کِتٰبَ اللّٰہِ عَلَیۡکُمۡ ۚ وَاُحِلَّ لَکُمۡ مَّا وَرَآءَ ذٰلِکُمۡ اَنۡ تَبۡتَغُوۡا بِاَمۡوَالِکُمۡ مُّحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ ؕ فَمَا اسۡتَمۡتَعۡتُمۡ بِہٖ مِنۡہُنَّ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ فَرِیۡضَۃً ؕ وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا تَرٰضَیۡتُمۡ بِہٖ مِنۡۢ بَعۡدِ الۡفَرِیۡضَۃِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا

সেই সকল নারীও (তোমাদের জন্য হারাম), যারা বিবাহাধীন আছে। তবে যে দাসীরা তোমাদের মালিকানায় এসে গেছে, (তারা ব্যতিক্রম)। এটা তোমাদের প্রতি আল্লাহর বিধান। আর এ ছাড়া অন্য নারীদেরকে নিজেদের অর্থ সম্পদ খরচের মাধ্যমে (অর্থাৎ মাহর দিয়ে নিজেদের বিবাহে আনার) কামনা করাকে বৈধ করা হয়েছে, এই শর্তে যে, তোমরা (বিবাহ দ্বারা) চারিত্রিক পবিত্রতা রক্ষার ইচ্ছা করবে, কেবল কাম চরিতার্থকারী হবে না। সুতরাং তোমরা (বিবাহ সূত্রে) যে সকল নারী দ্বারা আনন্দ ভোগ করেছ, তাদেরকে ধার্যকৃত মাহর প্রদান কর। অবশ্য (মাহর) ধার্য করার পরও তোমরা পরস্পরে যেই (কম-বেশি করা) সম্পর্কে সম্মত হবে, তাতে তোমাদের কোন শুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
—আন নিসা - ২৪

কারো স্ত্রী বিধবা হওয়ার জন্য তার মৃত্যুর গুজব যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী বিধবা হবে না। তাদের স্বামী-স্ত্রীর বিবাহ বন্ধন অটুট থাকবে।

সুতরাং আপনার চাচার মৃত্যু বিষয়ে নিশ্চিত না হয়ে চাচার স্ত্রী চাচিকে বিবাহ করার কোনো সুযোগ নেই।

অবশ্য বিষয়টি যদি এমন দাঁড়ায় যে, আপনার চাচা নিরুদ্দেশ বা গুম হয়ে গেছেন। বহু খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এমতাবস্থায় বিষয়টি থানায় জিডি করতে হবে। প্রশাসন কর্তৃক খোঁজাখুঁজির পর তারা আপনার চাচাকে "লাপাত্তা" ঘোষণা করতে হবে। ঘোষণার পর চার বছর অতিবাহিত হলে যথাযথ কর্তৃপক্ষ থেকে চাচাকে মৃত বলে ঘোষণাপত্র নিয়ে আসা হবে। (প্রশাসন থেকে চাচাকে মৃত ঘোষণা না করলেও) কাজী অফিস থেকে আপনার চাচা-চাচীর মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘোষণা আনতে হবে। এরপর আপনার চাচী ইদ্দত পালন করবেন। ইদ্দত শেষে অন্যত্র বিবাহ বসতে পারবেন।
উপরোক্ত প্রক্রিয়াগুলো কার্যকর করে আপনার চাচি অন্যত্র বিবাহ করার পর যদি চাচা ফিরে আসে, তাতে‌ চাচার কিছু করার থাকবে না।
—ফাতাওয়া হাক্কানিয়া খন্ড-৪, পৃষ্ঠা-৪৯৪

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন