আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৪৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরাফার দিন ইংরেজি কোন দিন রোজা রাখতে হবে।

২৪ জুলাই, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



আরবিতে ৬টি দিবসের নাম:
🕗 ৮ যুলহাজ্ব يوم التروية য়াওমুত তারওয়িয়াহ। (কোরবানির পশু গুলোকে ভালোভাবে পানি পান করিয়ে পরিতৃপ্ত করার দিন)
🕘 ৯ যুলহাজ্ব يوم عرفة য়াওমু আরাফাহ। (আদম ও হাওয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে অবতরণের দীর্ঘদিন পর পরিচয় লাভের দিন, অথবা ইবরাহীম আলাইহিস সালাম জিবরীল আমিনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে হজ্জের বিধি-বিধান বুঝে নেয়ার দিন)
🕙 ১০ যুলহাজ্ব يوم النحر য়াওমুন নাহর। (উট নহর করার তথা কুরবানীর পশু যবাইয়ের দিন)
🕚 ১১,১২,১৩ যুলহাজ্ব أيام التشريق আইয়ামুত তাশরীক। (কুরবানীর গোশত ও পশুর চামড়া শুকানোর দিনসমুহ)

হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসগুলোর নাম নিয়ে ফাযায়েল ও মাসায়েল বয়ান করেছেন।
৯ যুলহজের যেভাবে ফাযায়েল বর্ণনা করেছেন, ১০ যুলহজ্ব সম্পর্কেও ফযীলত বর্ণনা করতে গিয়ে বলেছেন "এই দিনে আল্লাহর জন্য কুরবানীর রক্ত প্রবাহিত করার তুলনায় আল্লাহর কাছে প্রিয় কোন নেক আমল নেই।"

শরীয়তের সকল আমল নিজ নিজ অঞ্চলের দিনক্ষণ অনুযায়ী যেভাবে করা হয় য়াওমু আরাফাহ এর রোযাও নিজ অঞ্চলের ৯ যুলহজ্ব সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখাই শরীয়তের বিধান।

এ বছর ১৪৪২ হিজরী আমাদের বাংলাদেশে আরাফার দিবস ২০ জুলাই মঙ্গলবার হয়েছে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন