আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

টিভির ইক্তেদা, আরবী হরফের কোম্পানি নাম লেখা জুতা পরা

প্রশ্নঃ ৭৩৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বর্তমানে সৌদিআরব জেদ্দায় আছি এখানে খেয়াল করলাম আসরের নামাজ বিকাল ৩ টার পর পর পড়ে নেয় লোকাল টিভিতে সরাসরি ক্বাবাশরীফের চত্বর সম্প্রচা‌র করে সেখানেও একই সময়ে আসরের নামাজ পড়ে! বিস্তারিতভাবে বললে ভালো হয়!প্রশ্ন: লোকাল টিভিতে সরাসরি ক্বাবাশরীফের নামাজ সম্প্রচার করে এখন কথা হচ্ছে আমি যদি টিভির সাউন্ড বাড়িয়ে ওই সাউন্ড অনুসরণ করে নামাজ আদায় করি আমার কি জামায়াতে নামাজ আদায় হবে? প্রশ্ন: আমি বর্তমানে হোটেলে অবস্থান করছি এখন কথা হচ্ছে হোটেলে রুমের ভিতর পায়ে দেওয়ার জন্য কাপড়ের জুতা আছে জুতার উপর অংশে ইংলিশ এবং আরবিতে হোটেলের নাম লিখা আছে! এই জুতা পায়ে দেওয়া যাবে কি?

২৭ জুন, ২০২৫
৮৬৪৫-৮৬৮১ اليمانية، حوايا الشمالية، الطائف ২৬৫১৩، السعودية (SA)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১- জামায়াতে নামাজ আদায় হবে না। ইমামের ইক্তিদা সহীহ হয় নি। সরাসরি জামাতে শরীক হয়ে পড়তে হবে।

২- এই জুতা পায়ে দেওয়া যাবে, না জায়েয হবে না।
আমাদের দেশে যেমন আসবাবপত্রে কোম্পানীর নাম লেখা থাকে, তেমনি যেসব দেশের ভাষা আরবী তারা আরবীতেই স্বীয় কোম্পানীর নাম লিখে থাকে।
তবে কুরআন - রাসুলের ভাষা হিসাবে আরবীর প্রতি সম্মান বজায় রাখা উচিত।
কুরআনের আয়াত বা হাদীস, কিংবা আল্লাহ ও রাসূল সাঃ এর নাম সম্বলিত জুতা না হলে তা পরিধান করতে কোন সমস্যা নেই। কিন্তু কুরআনের আয়াত বা আল্লাহ ও রাসূল সাঃ এর নাম লেখা থাকলে এসব জুতা পরিধান করা জায়েজ হবে না।

وَيُكْرَهُ أَنْ يَجْعَلَ شَيْئًا فِي كَاغِدَةٍ فِيهَا اسْمُ اللَّهِ تَعَالَى كَانَتْ الْكِتَابَةُ عَلَى ظَاهِرِهَا أَوْ بَاطِنِهَا، (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الخمس-5/322)

يكره كتابة قرآن أو إسم الله تعالى على ما يفرش لما فيه من ترك التعظيم وكذا على درهم ومحراب وجدار لما يخاف من سقوط الكتابة (طحطاوى على مراقى الفلاح، باب الحيض، مصرى-118)

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর