আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭২৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুমআমার প্রশ্ন কুরবানীর গোশত বন্টন সম্পরকে,কুরবানীর বন্টন তো ৩ ভাগে হবে, ১ ভাগ নিজেদের, ১ ভাগ আত্তীয় সজন ও প্রতিবেশিদের, ১ ভাগ ফকির মিসকিনদের, আমার প্রশ্ন হলো অনেক আত্তীয় আছে যারা চেয়ে খেতে পারে না আর ঢাকা শহরে ফকির দের কে তো অনেকেই গশত দেয় তারা এইগুলা না খেয়ে পরে বিক্রি করে, তবে আমি কি ফকির দের অংশ থেকে আমার আত্তীয় দের কিছু অংশ দিতে পারব।

১৬ জুলাই, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






যেসব ভিক্ষুকরা গোশত নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে তাদেরকে না দিয়ে আপনি আপনার গরীব আত্মীয়-স্বজন যারা কারো কাছে নিজের অভাবের কথা বলে না, কারো সম্মুখে হাত পাতে না, তাদেরকে গোশত দিয়ে দেবেন। এতে দ্বীগুন সওয়াব হবে ইনশাআল্লাহ।
১. আত্মীয়তা রক্ষা এবং
২. গরিব মিসকিনকে দান করার সওয়াব।

আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিদায়াত রয়েছে নিম্নোক্ত হাদীসটিতে-

ابْنُ أَبِيْ مَرْيَمَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنِيْ شَرِيْكُ بْنُ أَبِيْ نَمِرٍ أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِيْ عَمْرَةَ الْأَنْصَارِيَّ قَالَا سَمِعْنَا أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُوْلُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْسَ الْمِسْكِيْنُ الَّذِيْ تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلَا اللُّقْمَةُ وَلَا اللُّقْمَتَانِ إِنَّمَا الْمِسْكِيْنُ الَّذِيْ يَتَعَفَّفُ وَاقْرَءُوْا إِنْ شِئْتُمْ يَعْنِيْ قَوْلَهُ {لَا يَسْأَلُوْنَ النَّاسَ إِلْحَافًا}

‘আত্বা ইবনু ইয়াসার এবং আবূ ‘আম্‌র আনসারী (রাঃ) থেকে বর্ণিত:
তাঁরা উভয়ে বলেন যে, আমরা আবূ হুরাইরাহ রাযিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুর কি দু’টি খেজুর আর এক গ্রাস কি দু’ গ্রাস খাদ্য যাকে দ্বারে দ্বারে ঘোরাতে থাকে সে প্রকৃত মিসকীন নয়।
মিসকীন তো সে, যে ভিক্ষা করা থেকে বেঁচে থাকে। তোমরা (মিসকীন অর্থ) জানতে চাইলে আল্লাহ্‌র বাণী পাঠ করতে পার لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا ।

—সহীহ বুখারী, হাদীস নং ৪৫৩৯

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন