আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬৯৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শর্ত দিয়ে ,চুক্তি করে কোন মেয়ের সাথে কি শারিরিক সম্পর্ক করা যাবে?

২৯ জুন, ২০২১
ঢাকা ১২০৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




শর্ত দিয়ে ,চুক্তি করে কোন মেয়ের সাথে শারিরিক সম্পর্ক করা সম্পূর্ণ নাজায়েয। এটা স্পষ্ট যিনা, আল্লাহ যা হারাম করেছেন।
কুরআনে ইরশাদ হচ্ছেঃ

وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (বনী-ইসরাঈল - ৩২)

ইসলাম বলেছে ছেলে-মেয়ে সাবালক-বালিকা হয়ে গেলে তাদের উপযুক্ত পাত্র-পাত্রী মিলে গেলে বিবাহ করিয়ে দেয়ার জন্য। বিবাহই শরীয়তের একমাত্র নিরাপদ পন্থা। যাতে রয়েছে ইহলৌকিক কল্যাণ, পরকালীন সওয়াব।
বিবাহ ছাড়া নিজের যৌন চাহিদা মেটানোর বিকল্প কোন পদ্ধতি হালাল নয়।

وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ

যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে।
—আল মুমিনূন - ৫

তাফসীরঃ
অর্থাৎ, যৌন চাহিদা পূরণের জন্য কোন অবৈধ পন্থা অবলম্বন করে না, আর এভাবে নিজ লজ্জাস্থানকে তা থেকে হেফাজত করে।

اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ

নিজেদের স্ত্রী ও তাদের মালিকানাধীন দাসীদের ছাড়া অন্য সকলের থেকে, কেননা এতে তারা নিন্দনীয় হবে না।
—আল মুমিনূন - ৬

তাফসীরঃ
এর দ্বারা এমন দাসীদেরকে বােঝানাে হয়েছে, যারা শরয়ী বিধান অনুসারে কারও মালিকানাধীনহয়ে গেছে। অবশ্য বর্তমানে এ রকম দাসীর কোন অস্তিত্ব কোথাও নেই।

فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ

তবে কেউ এ ছাড়া অন্য কিছু কমনা করলে তারাই হবে সীমালঙ্নকারী।
—আল মুমিনূন - ৭

তাফসীরঃ
অর্থাৎ, স্ত্রী ও শরীয়তসম্মত দাসী ছাড়া অন্য কারও সঙ্গে লিপ্ত হয়ে যৌন চাহিদা পূরণ করা যেহেতু হারাম, তাই কেউ যদি অন্যতে লিপ্ত হতে চায়, তবে সে শরীয়তের সীমা অতিক্রমকারী সাব্যস্ত হবে।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন