আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬৮০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টিভিতে ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখা কী জায়েজে ?[ খেলা দেখতে গিয়ে যদি নামায কাযা না হয় ]

৯ ফেব্রুয়ারী, ২০২৩
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



টি-টোয়েন্টি ও ওয়ানডে অথবা টেস্ট এসব খেলা অনর্থক কাজ। আল্লাহ তাআলা অনর্থক কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন।

(কোন রকমের বাজি না ধরে সামান্য বিনোদনের জন্য খেলা ভিন্ন বিষয়। অথবা শিক্ষার্থীরা আসর থেকে মাগরিব পর্যন্ত একটু শরীরচর্চা করার জন্য সামান্য সময় খেলে নিল, এটি ভিন্ন বিষয়।)

অনর্থক কাজ করা বা কাজের সমর্থন যোগানো মুসলমানদের জন্য অনুচিত।

قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ

নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ
—আল মুমিনূন - ১

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ صَلَاتِہِمۡ خٰشِعُوۡنَ ۙ

যারা তাদের নামাযে আন্তরিকভাবে বিনীত।
—আল মুমিনূন - ২

وَالَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ۙ

যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে।
—আল মুমিনূন - ৩

তাফসীরঃ
لغو অর্থ অহেতুক কাজ, যাতে না দুনিয়ার কোন ফায়দা আছে, না আখেরাতের।

টেলিভিশনে খেলা দেখা কিছুতেই নিরাপদ নয়। খেলা চলাকালীন মাঝেমধ্যেই বিজ্ঞাপন এসে যাচ্ছে। যার উপস্থাপনায় নারী ও অশ্লীলতায় ভরপুর।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন