আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রীকে বাসায় রেখে তাবলিগে যাওয়ার বিধান

প্রশ্নঃ ৬৮০১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আামার স্বামী আমাকে বাসায় একা রেখে ৩ দিন এর জামাত এ যেতে পারবে কি? সে প্রতি মাস এই যাওয়ার চেষ্টা করে, আগে একা থাকতে পারলেও এখন খুব কষ্ট হয়

২৬ জুলাই, ২০২৪
আশুগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রশ্ন : আমার একজন আত্মীয় পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকে। তিনি যুবক মানুষ। মাঝে মাঝে তিনি পরিবার রেখে জামাতে চলে যান। অনেক সময় আগে বাসায় না জানিয়ে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ১৫-২০ দিনের জন্য স্ত্রী-সন্তান রেখে জামাতে চলে যান।

প্রশ্ন হলো, এভাবে যুবক অবস্থায় স্ত্রীর অনুমতি ছাড়া জামাতে যাওয়া জায়েজ আছে কি না?
—রেহানা বারী, ঢাকা।



উত্তর : ইসলামী শরিয়া অনুযায়ী, যেকোনো পরিস্থিতিতে স্ত্রীর ভরণ-পোষণের প্রয়োজনীয় ব্যবস্থা করা জরুরি। ভরণ-পোষণের ব্যবস্থা করার পর অন্য কোনো ফিতনার আশঙ্কা না থাকলে স্বামীর জন্য চার মাসের কম সময়ের সফরে স্ত্রীর অনুমতি নেওয়া আবশ্যক নয়। ইসলামী শাসনব্যবস্থায় চার মাসের অধিক সময়ের জন্য স্ত্রীর কাছ থেকে দূরে থাকার ব্যাপারে বিশেষ শর্ত আরোপ করা হতো।

তবে স্বামী-স্ত্রীর পরস্পর সম্প্রীতি ও সৌহার্দ অটুট রাখার জন্য স্বল্প বা দীর্ঘ সফরের আগে অবগত করা উচিত।


সূত্র : মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস : ১২৫৯৩, ফাতাওয়ায়ে উসমানি : ২/৩১১, কিতাবুন নাওয়াজিল : ৮/৫৩২
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন