প্রশ্নঃ ৬২৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামীর ফ্যামিলিতে তার বাবা মা এবং তার ছোট ভাই আছে। বাসা মোটামুটি ছোট ই। আসা যাওয়ার মাঝে বা কাজের মাঝে প্রায় ই তার ছোট ভাই এর সাথে সাক্ষাত ঘটার সম্ভাবনা আছে। সে সাবালক এবং অবিবাহিত। আমার স্বামীর বাসার সবাই মোটামুটি ইসলাম ফলো করলেও খাস পর্দার ব্যাপার টা তারা ফলো করে না। তাই আমি তাদের কাছে কোনো ব্যাবস্থা ও পাবোনা। এক্ষেত্রে আমার জন্য পর্দার বিধান কি? আমাকে কি সারাদিন বোরখা নিকাব পরে থাকতে হবে? নাকি আমি সাধারণ ঢিলাঢালা শালীন পোষাকের সাথে বড় ওড়না পরে থাকতে পারবো চেহারা খোলা রেখেই? আমার করণীয় কি এইক্ষেত্রে? পরিপূর্ণ বিধানটা জানতে পারলে খুব উপকার হতো
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
পর্দার বিধান তো এটাই যে, একজন নারী বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে আপাদমস্তক চেহারাসহ ঢেকে চলবে। বড় চাদর অথবা বোরকা পরিহিতা থাকবে।
ঘরে অবস্থানকালে এভাবে চলাফেরা করা অসম্ভব বিধায় শরীয়ত এখানে কিছুটা সুযোগ রেখেছে। তা হল :
চক্ষু অবনত রাখবেন।
ঢিলেঢালা শালীন পোশাক পরবেন।
ওড়না দিয়ে বুক ঢেকে রাখবেন।
দেবর-ভাসুর বা গায়রে মাহরাম কেউ ঘরে থাকাকালীন চেহারার উপরে ওড়না দিয়ে ঘোমটা টেনে নেবেন।
وَقُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَیَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا مَا ظَہَرَ مِنۡہَا وَلۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ ۪ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا لِبُعُوۡلَتِہِنَّ اَوۡ اٰبَآئِہِنَّ اَوۡ اٰبَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اَبۡنَآئِہِنَّ اَوۡ اَبۡنَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اَخَوٰتِہِنَّ اَوۡ نِسَآئِہِنَّ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُنَّ اَوِ التّٰبِعِیۡنَ غَیۡرِ اُولِی الۡاِرۡبَۃِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفۡلِ الَّذِیۡنَ لَمۡ یَظۡہَرُوۡا عَلٰی عَوۡرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِہِنَّ لِیُعۡلَمَ مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِہِنَّ ؕ وَتُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ جَمِیۡعًا اَیُّہَ الۡمُؤۡمِنُوۡنَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
এবং মুমিন নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের ভূষণ অন্যদের কাছে প্রকাশ না করে, যা আপনিই প্রকাশ পায় তা ছাড়া ১৯ এবং তারা যেন তাদের ওড়নার আঁচল নিজ বক্ষদেশে নামিয়ে দেয় এবং নিজেদের ভূষণ ২০ যেন স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগিনেয়, আপন নারীগণ, ২১ যারা নিজ মালিকানাধীন, ২২ যৌনকামনা নেই এমন পুরুষ খেদমতগার ২৩ এবং নারীদের গােপনীয় অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ২৪ ছাড়া আর কারও সামনে প্রকাশ না করে। ২৫ মুসলিম নারীদের উচিত ভূমিতে এভাবে পদক্ষেপ না করা, যাতে তাদের গুপ্ত সাজ জানা হয়ে যায়। হে মুমিনগণ! তােমরা সকলে আল্লাহর কাছে তাওবা কর, যাতে তােমরা সফলতা অর্জন কর।
—আন নূর - ৩১
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন