আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বসে আজান দেওয়ার বিধান।

প্রশ্নঃ ৬১৭৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মহল্লার মুয়াজ্জিন সাহেব পরিপূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও বসে আজান দিয়েছেন। এখন প্রশ্ন হল, তার আজান সহীহ হয়েছে? না-কি পুনরায় আজান দিতে হবে?

২০ মে, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কোনো ওজর ব্যতীত বসে আজান দেয়া মাকরুহ। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই মুয়াজ্জিন সাহেব ওজর ব্যতীত বসে আজান দেওয়া মাকরুহ হয়েছে। আর ওই আজান পুনরায় দেওয়া জরুরি নয়, তবে সম্ভব হলে ওই ওয়াক্তের আজান পুনরায় দেওয়া উত্তম।


"ويكره ‌الأذان ‌قاعدا وإن أذن لنفسه قاعدا فلا بأس به."
( الفتاوى الهندية: كتاب الصلاة،الباب الثاني في الأذان،الفصل الأول في صفة الأذان وأحوال المؤذن،1/ 54،ط:دار الفکر

(আল-বাহরুর রায়েক, ১/৪৫৮, আন-নাহরুল ফায়েক, ১/১৭৯, শামি, ১/৬০)

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন