আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

একটি কিনলে একটি ফ্রি: প্রতারণার একটি কৌশল মাত্র

প্রশ্নঃ ৫৭৬৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি আমি একজন ব্যবসায়ী আমি যে পণ্যগুলো বিক্রি করি সেই পন্যর সাথে অন্য কোন পণ্য যোগ করে এটা কি ফ্রি বলে বিক্রি করা কি জায়েজ হবে যে দাম ধরা হবে সে দাম ওই দুইটার দাম

১৫ মে, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া হয়, এজন্য এমনটি করা নাজায়েজ। প্রিয় ব্যবসায়ী ভাই! সততার সাথে যারা ব্যবসা করেন তাদের ব্যপারে বিশ্ব নবী (সা) হাদীসে খোশখবরী দিয়েছেন।
عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ
আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদগণের সঙ্গে থাকবে। (সুনানে তিরমিজি , হাদীস নং ১২০৯)

অন্য বর্ণনায় আসছে,
রিফাআ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একবার নবী (ﷺ)–এর সঙ্গে ‘‘মুসল্লা’’–এর দিকে গেলেন। নবী (ﷺ) দেখলেন, লোকেরা বেচা–কেনা করছে। তখন তিনি বললেন, হে ব্যবসায়ীগণ, তারা সকলেই রাসূলূল্লাহ্ (ﷺ)–এর প্রতি সাড়া দিল এবং তাদের ঘাড় ও চোখ তুলে তাঁর দিকে তাকাল। তিনি বললেন, ব্যবসায়ীদের কিয়ামতের দিন ফাজির ও পাপীরূপে উত্থিত করা হবে। তবে সে ব্যতীত, যে আল্লাহকে ভয় করেছে, নেক আমল করেছে এবং সত্য অবলম্বন করেছে। (সুনানে তিরমিজি, হাদীস নং ১২১০)।

আল্লাহ তা‘আলা বলেন,
رِجَالٌ ۙ  لَّا تُلۡہِیۡہِمۡ تِجَارَۃٌ وَّلَا بَیۡعٌ عَنۡ ذِکۡرِ اللّٰہِ وَاِقَامِ الصَّلٰوۃِ وَاِیۡتَآءِ الزَّکٰوۃِ ۪ۙ  یَخَافُوۡنَ یَوۡمًا تَتَقَلَّبُ فِیۡہِ الۡقُلُوۡبُ وَالۡاَبۡصَارُ ٭ۙ
এমন লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও বেচাকেনা আল্লাহর স্মরণ, নামায কায়েম ও যাকাত আদায় থেকে গাফেল করতে পারে না। তারা ভয় করে সেই দিনকে, যে দিন অন্তর ও দৃষ্টি ওলট-পালট হয়ে যাবে। .(সূরা নুর ৩৭ নং আয়াত। )

অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَلَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا

হে মুমিনগণ! তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে কোন ব্যবসায় করা হলে (তা জায়েয)। এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই, আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। (সূরা নিসা, আয়াত ২৯।)

সততার সাথে ব্যবসা করুণ। ইনশাআল্লাহ আল্লাহ তা‘আলা আপনার হালাল ব্যবসায় বারাকাত দান করবেন।

والله اعلم بالصواب

মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর