আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫৫৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহুবাথরুমে টয়লেট ও গোসলখানা একসাথে থাকলে গোসল বা ওযু করা যাবে কি না ? দয়া করে কোরআন ও হাদীসের আলোকে জানাবেন।

২৫ এপ্রিল, ২০২১
নোয়াখালী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


অ্যাটাচ টয়লেট, যেখানে ওযুর ব্যবস্থা আছে, এধরনের টয়লেটে "বিসমিল্লাহ" পড়ে ওযু করার জন্য শর্ত হলো:
টয়লেট যদি দুর্গন্ধ মুক্ত হয়, ফ্লোর ও দেয়াল পবিত্র হয়, এবং কমোডে ঢাকনা দেয়া থাকে। তবে এ ধরনের বাথরুমে অজু করতে অসুবিধে নেই এবং ওযুর শুরুতে "বিসমিল্লাহ" বলতেও বাধা নেই।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন