আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫৫৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো - আমার এক মধ্যবয়সী পরিচিতা, যিনি এমনই অসুস্থ যে, তিনি রোযা রাখতে একেবারেই অক্ষম। এখন তার রোযা কি অন্য কেউ রেখে দিতে পারবে? অথবা তার রোযা না রাখার ক্ষেত্রে ধর্মীয় হুকুম কি?

২১ এপ্রিল, ২০২১
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




সওম (রোযা) আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ ফরয বিধান। রোযা রাখার সক্ষমতা থাকলে শরঈ কোন ওজর ছাড়া রোযা না রাখার অবকাশ নেই। শরঈ ওজরের কারণে রোযা না রাখলে পরবর্তীতে সেই রোযাগুলো অবশ্যই কাযা আদায় করতে হবে।
একমাত্র নিতান্তই বয়োবৃদ্ধ, অসুস্থ ও দুর্বল ব্যক্তি, যার বয়স এই পর্যায়ে উপনীত হয়েছে যে, ভবিষ্যতে সুস্থ হয়ে রোযা রাখতে পারবেন এমন আশা করা যাচ্ছে না, এইসব ব্যক্তিবর্গের ব্যাপারে মাসআলা হলো তার রোযার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেওয়া। ফিদিয়া হল প্রতিটি রোযার মোকাবেলায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ইফতার সহ দু'বেলা পেট ভরে খাইয়ে দিতে হবে। অথবা খাবার ক্রয় করে তাকে দিয়ে দিতে হবে। অথবা খাবারের মূল্য দিলেও হয়ে যাবে।

اَیَّامًا مَّعۡدُوۡدٰتٍ ؕ فَمَنۡ کَانَ مِنۡکُمۡ مَّرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ وَعَلَی الَّذِیۡنَ یُطِیۡقُوۡنَہٗ فِدۡیَۃٌ طَعَامُ مِسۡکِیۡنٍ ؕ فَمَنۡ تَطَوَّعَ خَیۡرًا فَہُوَ خَیۡرٌ لَّہٗ ؕ وَاَنۡ تَصُوۡمُوۡا خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ

সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্যে। তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে। এটা যাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদ্য়া- একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফ‚র্তভাবে সৎকাজ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্যে অধিকতর কল্যাণপ্রসূ যদি তোমরা জানতে।
—আল বাকারা - ১৮৪

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ - মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন