আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫০৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বালেগ হওয়ার পর কোন কোন মহিলার সাথে সাক্ষাৎ করা জায়েজ আছে?

১১ মার্চ, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ছেলেদের জন্য মাহরাম হল ১৪ জন। যাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা যাবে এবং চিরকাল বিবাহ নিষিদ্ধ তারা হলেন-

মায়ের মত ৫ জন:
মা
খালা
ফুফু
শাশুড়ি
দুধ-মা (যে মা ছোট বেলায় দুই বছরের ভিতরে দুধ খাইয়ে ছিলেন)
বোনের মত ৫ জন:
বোন
দাদি
নানি
নাতনি
দুধ-বোন
মেয়ের মত ৪ জন:
মেয়ে
ভাই-এর মেয়ে
বোনের মেয়ে
ছেলের বউ

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন