আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নামাজে টুপি পরার বিধান

প্রশ্নঃ ৪৯৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজে টুপি পরা কি আবশ্যক?

১৮ অক্টোবর, ২০২৪
FRHR+PJW

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নামাযের অন্যতম একটি আদব হলো, পোশাক-আশাকের ক্ষেত্রে উত্তম ও সুন্দর পোশাক ধারণ করে নামায পড়া। সেই সূত্রে টুপি পরে নামায পড়া নামাযের আদব রক্ষা করা।

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّکُلُوۡا وَاشۡرَبُوۡا وَلَا تُسۡرِفُوۡا ۚ  اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ٪

হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
—আল আরাফ - ৩১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন