আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ছোট ছোট কিছু আমল

প্রশ্নঃ ৪৩৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছোট ছোট কিছু আমলের কথা বলুন যে গুলো আমল করলে অধিক ছওয়াব পাওয়া যাবে!আর একটা প্রশ্ন হলো আমি নামাজের আরবি নিয়াত জানিনা তাই বাংলা নিয়াত করে কি নামাজ হবে। আর বাংলা নিয়াটি সটকাট কিভাবে করবো একটু যদি বলতেন

১৩ অক্টোবর, ২০২৪
চিরিরবন্দর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ঈমানের উপর অটল অবিচল থাকুন।
ঈমান বিধ্বংসী সকল কার্যক্রম থেকে দূরে থাকুন।
পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে নিয়মিত আদায় করুন।
সমস্ত হারাম কাজ এড়িয়ে চলুন।
দৈনিক সাধ্য অনুযায়ী কুরআনে কারীম থেকে কিছু কিছু তিলাওয়াত করুন।
পাঁচ ওয়াক্ত নামাজের পর তিনবার ইস্তেগফার, দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার আল্লাহু আকবার পড়ুন। সম্ভব হলে এই তাসবীহগুলো তেত্রিশ বার করে পড়ুন।

আজকে এই পর্যন্তই। আগামীবার ইনশাল্লাহ আরো কিছু আমলের কথা বলা হবে।

নিয়ত অন্তরের কাজ। নিয়ত করতে হয়। নিয়ত বলার জিনিস নয়। সুতরাং আরবি কিংবা বাংলা মুখ্য নয়। অন্তরের সংকল্পের নাম হল নিয়ত। তারপরেও যদি আপনি মুখে বলতে চান, নিষেধ নেই। সে ক্ষেত্রে আপনি আপনার ভাষায় বলবেন, "আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দু রাকাত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি"- এভাবে বলবেন।

حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا يَزِيدُ، أَخْبَرَنَا وَرْقَاءُ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ وَالنَّعِيمِ الْمُقِيمِ‏.‏ قَالَ ‏"‏ كَيْفَ ذَاكَ ‏"‏‏.‏ قَالَ صَلَّوْا كَمَا صَلَّيْنَا، وَجَاهَدُوا كَمَا جَاهَدْنَا، وَأَنْفَقُوا مِنْ فُضُولِ أَمْوَالِهِمْ، وَلَيْسَتْ لَنَا أَمْوَالٌ‏.‏ قَالَ ‏"‏ أَفَلاَ أُخْبِرُكُمْ بِأَمْرٍ تُدْرِكُونَ مَنْ كَانَ قَبْلَكُمْ، وَتَسْبِقُونَ مَنْ جَاءَ بَعْدَكُمْ، وَلاَ يَأْتِي أَحَدٌ بِمِثْلِ مَا جِئْتُمْ، إِلاَّ مَنْ جَاءَ بِمِثْلِهِ، تُسَبِّحُونَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا، وَتَحْمَدُونَ عَشْرًا، وَتُكَبِّرُونَ عَشْرًا ‏"‏‏.‏ تَابَعَهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ سُمَىٍّ وَرَوَاهُ ابْنُ عَجْلاَنَ عَنْ سُمَىٍّ وَرَجَاءِ بْنِ حَيْوَةَ‏.‏ وَرَوَاهُ جَرِيرٌ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ‏.‏ وَرَوَاهُ سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏

আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত :
গরীব সাহাবীগণ বললেনঃ হে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! ধনী লোকেরা তো উচ্চমর্যাদা ও চিরস্থায়ী নি'য়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ তা কেমন করে? তাঁরা বললেনঃ আমরা যে রকম সলাত আদায় করি, তাঁরাও সে রকম সলাত আদায় করেন। আমরা যেমন জিহাদ করি, তাঁরাও তেমন জিহাদ করেন এবং তাঁরাও তাদের অতিরিক্ত মাল দিয়ে সদাকাহ-খয়রাত করেন; কিন্তু আমাদের কাছে সম্পদ নেই। তিনি বললেনঃ আমি কি তোমাদের একটি 'আমাল বাতলে দেব না, যে 'আমাল দ্বারা তোমরা তোমাদের পূর্ববর্তীদের মর্যাদা লাভ করতে পারবে, আর তোমাদের পরবর্তীদের চেয়ে এগিয়ে যেতে পারবে, আর তোমাদের মত 'আমাল কেউ করতে পারবে না, কেবলমাত্র যারা তোমাদের মত 'আমাল করবে তারা ব্যতীত। সে 'আমাল হলো তোমরা প্রত্যেক সালাতের পর ১০ বার 'সুবহানাল্লাহ', ১০ বার 'আলহামদু লিল্লাহ' এবং ১০ বার 'আল্লাহু আকবার' পাঠ করবে।
সহিহ বুখারী, হাদিস নং ৬৩২৯

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন