আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

'র' অক্ষর পুর পড়া

প্রশ্নঃ ৩৯৮৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুর এর কটি সংখ্যা {রা} কে পুর এবং বারিক কখন পড়বো এ বিষয়ে একটু বলে দিন এবং মুসলিম বাংলা অ্যাপসে যদি কোন প্রবন্ধ থাকে একটু বলে দেবেন আলোচনাটা যদি বড় হয় আমার জন্য আরো ভালো হবে যদিও আমি এইসব ব্যাপার কিছুই জানিনা আমি একটুখানি শুনেছি পুর আর বারিক র এবং রা এটুকুই শুনেছি তাই আপনাদের কাছে জানতে চাই

৮ সেপ্টেম্বর, ২০২৩
Maharashtra ৪০০০৬৮

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রা অক্ষর পুর বারিক পড়ার আলোচনা
রা অক্ষর পড়িবার নিয়ম ২টি। (১)পুর অর্থাৎ মোটা (২) বারিক অর্থাৎ চিকন।

রা, ৭ অবস্থায় পুর করিয়া অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়।
(১) রা, এর উপর যবর হইলে পুর করিয়া পড়িতে হয়। যথা:- – رَفع
(২) রা, এর উপর পেশ হইলে পুর করিয়া পড়িতে হয়। যথা:- رُقود
(৩) রা, সাকিন তার আগের হরফে যবর হইলে পুর করিয়া পড়িতে হয়। যথা:- مَرْيم
(৪) রা, সাকিন তার আগের হরফে পেশ হইলে পুর করিয়া পড়িতে হয়। যথা:- اُرْكسو
(৫) রা, সাকিন তার আগের হরফে অস্থায়ী যের হইলে পুর করিয়া পড়িতে হয়। যথা:- من ارْتضي – اِنِ ارْتبتم
(৬) রা, সাকিন তার আগের হরফে যের হইলে এবং পরে ইস্তে,আলার ৭টি হরফ হইতে কোন একটি হরফ একই শব্দে আসিলে পুর করিয়া পড়িতে হয়।
যথা:- قِرْطاس – مِرْصاد
ইস্তে,আলার হরফ ৭টি এই:- خص ضغط قظ
(৭) রা, ওয়াক্বফ অবস্থায় সাকিন তার আগের অক্ষরে যবর বা পেশ হইলে পুর করিয়া পড়িতে হয় এবং রা, ওয়াক্বফ অবস্থায় সাকিন ও তার আগের অক্ষরও সাকিন,
এর আগের অক্ষরে যবর বা পেশ হইলে পুর করিয়া পড়িতে হয়। যথা:- ★انهَرُ★نُفُرُ★ قَدْرِ★صُدُوْرِ

৫ অবস্থায় রা, বারিক করিয়া অর্থাৎ চিকন করিয়া পড়িতে হয়।
(১) রা, এর নীচে যের হইলে বারিক করিয়া পড়িতে হয়। যথা:- رِجال
(২) রা, সাকিন তার আগের হরফে যের হইলে বারিক করিয়া পড়িতে হয়। যথা:-مِرْية
(৩) রা, ওয়াক্বফ অবস্থায় সাকিন এবং তার আগের অক্ষরে যের হইলে বারিক করিয়া পড়িতে হয়। যথা:- مدكر
(৪) রা, ওয়াক্বফ অবস্থায় সাকিন, এর আগের অক্ষর সাকিন এবং তার আগের অক্ষরে যের হইলে রা, বারিক করিয়া পড়িতে হয়। যথা:- ذِي الذِّكْرِ
(৫) রা, ওয়াক্বফ অবস্থায় সাকিন তার আগের অক্ষর ইয়া সাকিন হইলে বারিক করিয়া পড়িতে হয়। যথা:- خبيْرً – سيْرُ
(সূত্র: তালিমুল হুফফাজ-৭,৮

والله اعلم بالصواب

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন