প্রশ্নঃ ৩৮৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামুআলাইকুম নারায়ণগঞ্জ এ ৩৬ শেয়ার এ একটি জমি ক্রয় করা হয়েছে۔আমার একটি শেয়ার আছে ۔উদ্দেশ্য দশ তলা বিল্ডিং করে প্রতি ফ্লোর এ 4 টি ইউনিট করে একটি ফ্লাট এর মালিকানা পাওয়া ۔সমস্যা হলো ক্রয় করা জমি টি তে রাজউক থেকে নির্ধারিত ভূমি ছাড় এর যে নির্দেশনা আছে তা মানতে গেলে ৪টি ইউনিট এতো ছোট হয় যে শেয়ার হোল্ডাররা তা পুরোপুরি না মেনে বিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন۔ উল্লেখ্য মূল জমির বাইরে গিয়ে বিল্ডিং করা হচ্ছে না কিন্তু মূল জমির ৩৫-৩৮% জায়গা ফ্রি রাখার নির্দেশনা মানা হচ্চে না۔ আনুমানিক ১০% এর কিছু বেশি হয়তো ফ্রি রাখা হতে পারে۔ এটা কি শরীয়ত বিরুদি হচ্ছে ۔ আল্লাহ দরবারে কি এ বেপারে জবাবদিহি করতে হবে ??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অন্যের মালিকানাধীন জমি জবর দখল করলে যে আযাবের সম্মুখীন হতে হবে, এক্ষেত্রে সেই পর্যায়ের গুনাহ বা অন্যায় হবে না।
রাজউকের এই প্ল্যানগুলো জমির মালিক, জনসাধারণ ও পরিবেশ রক্ষা সকলের কল্যাণে দেয়া হয়ে থাকে। বিধায় এই নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত।
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ أَنَّهُ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ، فَذَكَرَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ".
আবূ সালামা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বর্ণনা করেন যে, তাঁর এবং কয়েকজন লোকের মধ্যে বিবাদ ছিল। ‘আয়িশা (রাঃ)-এর কাছে উল্লেখ করা হলে তিনি বললেন, হে আবূ সালামা! জমির ব্যাপারে সতর্ক থাক। কেননা, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে লোক এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, (কিয়ামতের দিন) এর সাত তবক জমি তার গলায় লটকিয়ে দেয়া হবে।
সহিহ বুখারী, হাদিস নং ২৪৫৩
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন