আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কার্টুনের হুকুম

প্রশ্নঃ ৩৭৪৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কার্টুন দেখার মাসআলা জানতে চায়।১.পশু-পাখি,মানব আকৃতির কার্টুন দেখা ২.বাচ্চারা কার্টুন দেখতে চাইলে কী করা উচিত ৩. কার্টুন বানানো শরীয়তসম্মত কিনা।এসব বিষয় অন্তর্ভুক্ত থাকলে ভাল।

১৩ আগস্ট, ২০২৩
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কার্টুন বানানো, কার্টুন আঁকা বা কার্টুন দেখা সবগুলোই অহেতুক ও অবান্তর কাজ। আর অহেতুক ও অবান্তর কাজ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহপাক রব্বুল আলামীন এরশাদ করেন-
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ
عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ [٣١:٦]

একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। [সূরা লুকমান-৬]

সুতরাং পশু-পাখি ও মানবাকৃতির কার্টুন বানানো জায়েজ হবে না এবং বাচ্চারা তা দেখতে চাইলে যে কোন উপায়ে বাচ্চাদেরকে তা হতে বিরত রাখুন।

والله اعلم بالصواب

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর