গান বাজনা থেকে কীভাবে বেঁচে থাকবো?
প্রশ্নঃ ১৩৮৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমানে ফিতনার এই যুগে গান বাজনা থেকে কীভাবে বেঁচে থাকা যাবে যেখানে আমি আল্লাহ্র অশেষ রহমতে গান বাজনা থেকে বিরত আছি, কিন্তু আমার ঘরের কিছু সদস্য গান বাজনা, নাটক সিনেমা ,এগুলো দেখে শুনে। এখন তারা যখন শুনে তখন এগুলো আমার কানে ও আসে যদিও আমি আল্লাহর রহমতে চোখ কে হেফাজত করতে পারি কিন্তু আমি আমার কান কে কিছুতেই হেফাজত করতে পারি না। এখন তাদের কাছ থেকে অন্য কোথাও যাওয়া ও সম্ভব না কেননা আমরা তো একই ঘরে থাকি। তাদের কে বললেও তারা আমার কথা শুনে না।এখন আমি কি করতে পারি?দেখা যাচ্ছে তারা একটা নাটক দেখছে,আমি কিন্তু দেখছি না তবুও আমি তো কান দিয়ে শুনছি অথচ এগুলো দেখার বিন্দু পরিমাণ ইচ্ছাও আমার নাই।কিন্তু ঐ যে শুনার কারণে পুরো নাটকই আমি বলে দিত পারবো। এখন এই গুনাহ থেকে আমি কিভাবে বেঁচে থাকবো?অনিচ্ছা শর্তে শোনার কারণে আমি গুনাহগার হবো? কোরআন হাদীসের আলোকে জানাবেন। প্রশ্ন টা অধিক বড় হওয়ার কারণে আমি আন্তরিক ভাবে দুঃখিত। জাযাকুমুল্লাহি খইরান
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আলহমদুলিল্লাহ যে আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছেন।
আপনার প্রথম কাজ হলো নিজে দীনের উপর চলা, যেটি আপনি অলরেডি চেষ্টা করে যাচ্ছেন। দ্বিতীয় নিজে বাঁচার পাশাপাশি নিজের পরিবারকেও গুনাহ থেকে বাঁচানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাাঁচানোর চেষ্টা করা।
কুরআনে এসেছে,
{قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا} [التحريم: 6]
অর্থাৎ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। [তাহরিম : ৬]
আপনি তাদেরকে বুঝানোর পরও যদি তারা না মানে তাহলে আপনি দায়িত্ব মুক্ত হয়ে যাবেন।
এরপর আপনি চেষ্টা করবেন নিজেকে সব ধরণের গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য। আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো গানের আওয়াজ বা নাটকের আওয়াজ আপনার কানে চলে আসে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তবে এমন ক্ষেত্রেও সম্ভব হলে আপনার অবস্থান আলাদ করে ফেলুন, যেন সে আওয়াজগুলো শুনতে না হয়।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন