আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিতিরের অতিরিক্ত তাকবিরের বিধান

প্রশ্নঃ ৩৭৪৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বেতের নামাজের তৃতীয় রাকাতে অতিরিক্ত যে তাকবীর দেওয়া হয় তা কি ওয়াজিব? উক্ত তাকবীর দিতে ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে কি?

৪ সেপ্টেম্বর, ২০২৩
ঢাকা ১২৩০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
ফিকহের কোনো কোনো কিতাবে বিতিরের তৃতীয় রাকাতে দুয়া কুনুতের আগে যেই তাকবির বলা হয় (সাধারণত যাকে অতিরিক্ত তাকবির বলা হয়) তা ওয়াজিব হিসেবে উল্লেখ করা হয়েছে। যা ভুলবশত ছেড়ে দিলে নামাজের শেষে সেজদা সাহু দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে । কিন্তু ফোকাহায়ে কেরামের প্রণিধানযোগ্য মতানুসারে ওই তাকবির বলা ওয়াজিব নয় বরং সুন্নত। ইমাম ইবনে আবিদীন শামী রহ. সেটাই বলেছেন। এবং দারুল উলুম দেওবন্দের ফতোয়ায়ও সেটাকেই গ্রহন করা হয়েছে।

ویکبر أي وجوبًا وفیہ قولان کما مر في ا لواجبات، وقدمنا ہناک عن البحر ینبغي ترجیح عدم وجوبہ․ (شامی: ۲/ ۴۴۲)
وتر نماز کی درمیانی تکبیر صحیح قول کے مطابق سنت ہے واجب نہیں،
https://darulifta-deoband.com/home/ur/salah-prayer/64661

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন