আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মাজারে নামাজ পড়া কি জায়েজ?

প্রশ্নঃ ৩৭৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? ১. আমার এক ছোট ভাই একটা মার্কেট এ চাকরি করে এজন্য সচরাচর মসজিদে গিয়ে নামাজ পড়া হয় না ... তাই সে তার দোকানের সাথে একটি মাজারে নামাজ আদায় করে ... আর সেই মাজারে একজন মানুষের ছবি টাঙ্গানো আছে , কিন্তু ছবিটা একটি পর্দা গিয়ে আড়াল করা এবং পাশে একটি কবর আছে , এখন আমার প্রশ্ন এখানে নামাজ আদায় করা যাবে? ২. একজন লোকের কাছ থেকে কোন কিছু বা টাকা ধার করে যুলুম করে আনার পর উনি মারা গেলে কিভাবে এর হক আদায় করা যাবে? ৩. ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি ১ আয়াত পাঠ করা সুন্নাহ ??? ( ২৫৩ , ২৫৪ , ২৫৫ নং আয়াত) সূরা বাকারার) পাঠ করলে কি বিদয়াত হবে ???৪. খাবার শেষে জিহ্বা দিয়ে প্লেট চুষে গেলে কি সুন্নাহ আদায় হবে ... ??? নাকি হাতের আঙ্গুল দিয়ে চেটেপুটে খেতে হবে ???

৮ জানুয়ারী, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. মাজারে নামাজ পড়া কোনোভাবেই উচিত নয়। কবরটি যদি কেবলার দিকে হয় সে ক্ষেত্রে শির্কের সম্ভাবনা বিধায় তা মারাত্মক পর্যায়ের। কবর সাজদার দিকে না হলেও তা পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো কবরস্থান।

২. পাওনাদারের মৃত্যুর পর তার ওয়ারিশগণের কাছে পাওনা পৌঁছাতে হবে। ওয়ারিশদের হদিস না পাওয়া গেলে পাওনাদারের সওয়াবের উদ্দেশ্যে টাকাগুলো সদকা করে দিতে হবে।

৩. ফরজ নামাজের পর নিয়মিত অজিফা তথা জিকির হিসেবে আয়াতুল কুরসি এক আয়াত তেলাওয়াত করবেন। সূরা বাক্বারাহ এর ২৫৩-২৫৫ নং আয়াত এ সময় তিলাওয়াত করলে বিদাআত হবে না।

৪. খাবার শেষে জিব্বা দিয়ে প্লেট চেটে খাওয়া সুন্নত নয়। হাতের আংগুল দিয়ে চেটে খাওয়ার সুন্নত। পশুদের হাত নেই বিধায় তারা জিব্বা দিয়ে চেটে খায়। মানুষকে আল্লাহ তাআলা হাতে খাবার খাওয়া শিখিয়েছেন। খাবারের পাত্র হাতে চেটে খাওয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। অতএব এটিই সুন্নত।

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ زَيْدِ بْنِ جَبِيرَةَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُصَلَّى فِي سَبْعَةِ مَوَاطِنَ فِي الْمَزْبَلَةِ وَالْمَجْزَرَةِ وَالْمَقْبُرَةِ وَقَارِعَةِ الطَّرِيقِ وَفِي الْحَمَّامِ وَفِي مَعَاطِنِ الإِبِلِ وَفَوْقَ ظَهْرِ بَيْتِ اللَّهِ ‏"‏ ‏.‏

ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাতটি জায়গায় নামায আদায় করতে নিষেধ করেছেনঃ ময়লা রাখার স্থানে, কসাইখানায়, কবরস্থানে, পথিমধ্যে, গোসলখানায়, উট (পশু)-শালায় এবং বাইতুল্লাহর (কাবা ঘরের) ছাদে।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৪৬

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন