আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৭২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিদআত সম্পর্কে জানতে চাই, বিদআত কি? বিদআত করলে কি ধরনের গুনাহ হয়? আর একটা প্রশ্ন চার মাযহাবে কিছু কিছু বিষয় আছে যেগুলো পরস্পরের সাথে মিলে না, এই অমিল বিষয় গুলোতে বিদআতি কোনো কিছু আছে কি??

২৮ নভেম্বর, ২০২০
Jashai

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. বিদআত বলা হয় দ্বীন ও ইবাদতে নব আবিষ্কৃত কাজকে। অর্থাৎ দ্বীন বা ইবাদত মনে করে করা এমন কাজকে বিদআত বলা হবে, যে কাজের কুরআন ও সহীহ সুন্নাহর কোন দলীল নেই। রাসুলুল্লাহ (সঃ) বলেন,
“তোমরা (দ্বীন) নব উদ্ভাবিত কর্মসমূহ (বিদআত) থেকে বেঁচে থাকবে। কারণ, প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা।” ৮১ (আবূ দাঊদ, তিরমিযী)
“যে ব্যক্তি আমার এই দ্বীনে (নিজের পক্ষ থেকে) কোন নতুন কিছু উদ্ভাবন করল--- যা তাঁর মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য।” ৮২ (বুখারী ও মুসলিম)
মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, “যে ব্যাক্তি এমন কাজ করল, যে ব্যপারে আমাদের নির্দেশ নেই, তা বর্জনীয়।”
বলা বাহুল্য, নব আবিষ্কৃত পার্থিব কোন বিষয়কে বিদআত বলা যাবে না। যেমন শরীয়াতে নিষিদ্ধ কোন কাজকে বিদআত বলা হয় না। বরং তাকে অবৈধ, হারাম বা মাকরূহ বলা হয়।

২. যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদ'আতকে "দলালাহ" তথা পথভ্রষ্টতা বলেছেন, অতএব বিদআত করলে কবীরাহ গুনাহ হয়।

৩. চার মাযহাবের সকল মাসআলা ও আমলগুলো কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে এবং এর অধিকাংশের পিছনে সাহাবায়ে কেরামের ফাতাওয়া রয়েছে। অতএব মাযহাবের বিরোধপূর্ন মাসআলাগুলো বিদআত নয়।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন