আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৬১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কবর যিয়ারাত কিভাবে করতে হয়..?

১১ নভেম্বর, ২০২০
রাজনগর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কবরস্থানে প্রবেশ করে সমস্ত কবরবাসীর উদ্দেশ্যে সালাম দিবে।
السلام علیکم دار قوم مؤمنين، وإنا ان شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية.
অর্থঃ হে মুমিন সম্প্রদায়ের আবাসস্থলের অধিবাসীগন! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরাও আল্লাহ চাহেতো তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য শান্তির আবেদন করছি।
মাইয়্যেতের পায়ের দিক থেকে চেহারার দিকে যেয়ে দাঁড়াবে অথবা বসবে।
সালামের পর কিবলার দিকে পিঠ এবং মাইয়্যেতের দিকে মুখ করে যথাসম্ভব কোরআন শরীফ পড়ে মাইয়্যেতকে সওয়াব পৌঁছে দিবে।
বিশেষভাবে সুরা বাকারার শুরু থেকে "মুফলিহূন" পর্যন্ত। আয়াতুল কুরসি, সুরা বাকারার শেষ দুই আয়াত, সুরা ফাতেহা, সূরা ইয়াসিন, সুরা মুলক, সুরা তাকাসুর, সূরা এখলাছ ১০-১১ বার কিংবা সহজে যেটুকু পড়তে পারে পড়ে দোয়া করবে। মাইয়্যেতের মাগফেরাতের জন্য দোয়া করবে।
তেলাওয়াত ও দোয়া দরুদ পড়ার পর কিবলামুখী হয়ে অর্থাৎ মাইয়্যেতের দিকে পিঠ করে দোয়া করবে।

জাওয়াহিরুল ফিক্বহ্, আহসানুল ফাতাওয়া খ:৪

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন