আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৫৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা কোম্পানিতে চাকুরি রত আছি। ওই কোম্পানিতে চাকুরী রত থাকা অবস্থায় আমকে কোম্পানি পণ্য ক্রয়ের জন্য নির্ধারণ করেছেন। প্রথমত আমি পন্য ক্রয়ের জন্য টাকা ইনভেস্ট করি এখন ক্রয় কৃত পণ্য আমি যদি বাজার মূল্য থেকে কমে কোম্পানিকে ওই পণ্য সংগ্রহ করে দেই। সংগ্রহকৃত পণ্য থেকে লাভ লস হলে সেটা কি আমার জন্য হালাল হবে?

৯ নভেম্বর, ২০২০
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনি কোম্পানিতে চাকরি করছেন। আপনি কোম্পানির মালিক নন। কেবলমাত্র কোম্পানির প্রতিনিধি। আপনার সার্ভিসের মোকাবেলায় কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে। তাই লাভ-লস সব কোম্পানির হবে। লস হলে সেটা যেরকম আপনার বেতন থেকে করতে হবে না। তদ্রূপ লাভ হলেও সেটা আপনাকে দেয়া হবে না।

কিতাবুল আছল ১১/২৮৮,
ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৮৮; আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; আলবাহরুর রায়েক ৭/১৫৫শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৪৭৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন