আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাসায় গিয়ে মেয়ে স্টুডেন্টকে প্রাইভেট পড়ানো যাবে?

প্রশ্নঃ ২৬৩১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন ছেলে, আমি মেয়ে স্টুডেন্টকে বাসায় প্রাইভেট পড়াতে পারবো?

৭ ডিসেম্বর, ২০২২
বরিশাল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটিকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তরে তাঁরা বলেছেন,
لا يجوز للرجل تدريس البنات مباشرة ؛ لما في ذلك من الخطر العظيم والعواقب الوخيمة
কোন পুরুষের জন্য মেয়েদেরকে সরাসরি (সামনাসামনি) পাঠদান করা বৈধ নয়। কারণ এতে রয়েছে বিশাল বিপদ ও ভয়াবহ পরিণতি। (ফাতাওয়া আললাজনাতুদ দায়িমা ১২/১৪৯)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন