আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তাওবা করতে না করতেই আবার গুনাহ হয়ে যায়; করণীয় কী?

প্রশ্নঃ ৩৫৭২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাইখ! আমি গুনাহ ছাড়তে পারছি না। তওবা করতে না করতেই গুনাহটি আবার সংঘটিত হয়ে যায়। এমতাবস্থায় কি করণীয়?

২৬ জুন, ২০২৩
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় ভাই! আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ গুনাহ ছাড়ার তাওফিক দান করেন।
তাওবা করার পর যদি আবার সেই গুনাহ হয়ে যায় তাহলে আবার খাঁটি দিলে তাওবা করে নিতে হবে। আল্লাহ তাওবা কবুল করবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, (হে রাসুল আপনি) বলুন, হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো- (তোমরা) আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না; আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল ও দয়ালু।' -(সুরা যুমার : আয়াত, ৩৯)
আর তাওবার জন্য তিনটি শর্ত। ১). পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ২). পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩). ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করতে হবে।

কিন্তু শয়তান মানুষকে সর্বদা বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। তাই তার উচিত যথা সম্ভব শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করা যেন তিনি তা কবুল করেন। এখন তাওবা করার পর যদি আবার সেই গুনাহ হয়ে যায় তাহলে আবার খাঁটি দিলে তাওবা করে নিতে হবে। আল্লাহ তাওবা কবুল করবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, (হে রাসুল আপনি) বলুন, হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো- (তোমরা) আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না; আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল ও দয়ালু।' -(সুরা যুমার : আয়াত, ৩৯)

তাওবার উপর অটল থাকার জন্য আপনার জন্য কয়েকটি পরামর্শ।
১. যেসব কারণে গুনাহের প্রতি আগ্রহ জাগে সে সব থেকে নিজেকে দূরে রাখুন। যেসব পরিবেশে এবং যাদের সংস্রবে গেলে এই গুনাহ বারবার হয়ে যায়, সে পরিবেশ ও সে সাথীদেরকে এড়িয়ে চলুন। এবং নিজেকে কোনো খাঁটি আল্লাহর কাছে সোপর্দ করুন, এটি আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এর দ্বারা ইনশাল্লাহ তওবার উপর অটল থাকতে পারবেন। তওবার উপরে অটল অবিচল থাকার জন্য
২. সর্বদা দুরুদ শরীফ ও ইস্তেগফার পড়তে থাকুন।
৩. অন্যায় থেকে বিরত থাকার জন্য, নেক কাজের শক্তি-সাহস ও হিম্মতের জন্য বেশি বেশি পড়ুন -
لا حول ولا قوة الا بالله العلي العظيم
লা-হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল আলিয়্যিল আযীম।
৪. গুনাহের পতি মনের আকর্ষণ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ুন-
اللهم ألهمني رشدي و أعذني من شر نفسي
আল্লাহুম্মা আলহিমনী রুশদী, ওয়া আইযনী মিন শাররি নাফসী।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন