আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রতিবেশীর আয় হারাম হলে

প্রশ্নঃ ৩৫৪৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রতিবেশির ইনকাম হারাম হলে বা হারাম হবার সম্ভাবনা থাকলে তাদের দেওয়া খাবার খাওয়া জায়েজ হবে কি? যেমন কুরবানীর গোশত দিলে খাওয়া যাবে কি?

১০ জুলাই, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সাধারণভাবে বলা যায়, জায়েজ হবে না। এসব প্রত্যাখ্যান করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তবে, সরাসরি প্রত্যাখ্যান করা যদি ভালো মনে না করেন, যেমন আত্মীয়তার কারণে এবং তাদের সাথে নসিহতের সম্পর্ক ধরে রাখার জন্য প্রয়োজন মনে করেন, তাহলে অতি সামান্য নেওয়া যাবে। সতর্কতাস্বরূপ এরচেয়ে বেশি কিছু কৌশলে ফিরিয়ে দেবেন। অন্যথায় নিজে জরিমানাস্বরূপ সদকা করে দেবেন। যদি এর কোনোটাই না পারেন, আর একান্তই তাদের সাথে চলতে গিয়ে খাদ্য বা বস্তু গ্রহণ করতে হয়, তাহলে তাদের সম্পদের মধ্যকার হালাল অংশ থেকে সামান্য নিচ্ছেন বলে সতর্কভাবে নিয়ত করবেন। যেমন, হারাম উপার্জনের বাইরে তাদের পৈত্রিক সম্পত্তি কিংবা হালাল আয়। অপারগতার ক্ষেত্রে এটিই মাসআলা।

والله اعلم بالصواب

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন