আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৫৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজের সন্তান না হলে,পালক সন্তানের জন্য ওষুধ খেয়ে বুকে দুধ আনা কি ইসলামে যায়েজ?

১৩ নভেম্বর, ২০২০
Chittagong

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পালক সন্তানের সঙ্গে মাহরামের সম্পর্ক সৃষ্টি করার জন্য ঔষধ খেয়ে বুকে দুধ আনা একটি বিকল্প পন্থা।
পালক সন্তানের সঙ্গে যদি জন্মগত মাহরামের সম্পর্ক না থাকে তবে পরবর্তীতে দেখা সাক্ষাৎ করা জায়েজ নয়। এ নাজায়েজ থেকে বাঁচার জন্য ঔষধ খেয়ে বুকে দুধ এনে (বাচ্চার বয়স দুই বছর হওয়ার আগেই) বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে তার সঙ্গে মাহরামের সম্পর্ক হবে। ফলে আজীবন দেখা সাক্ষাৎ করা যাবে।
সুতরাং নিজের সন্তান না থাকলে পালক সন্তানের জন্য ঔষধ খেয়ে বুকের দুধ আনা জায়েয।

عَنْ نَافِعٍ ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ : لَا رَضَاعَةَ إِلَّا لِمَنْ أُرْضِعَ فِي الصِّغَرِ، وَلَا رَضَاعَةَ لِكَبِيرٍ.
মুয়াত্তা ইমাম মালিক ১৭৬৭

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بِنْتِ حَمْزَةَ : " لَا تَحِلُّ لِي، يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ، هِيَ بِنْتُ أَخِي مِنَ الرَّضَاعَةِ ".
বোখারী ২৬৪৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর