আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সূরা ইয়াসিন ৪১ বার খতম করে আমল করা জায়েজ আছে কিনা?

প্রশ্নঃ ৩৪৮৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবাহযোগ্য মেয়ে বিয়ে হচ্ছে না এমতাবস্থায় সূরা ইয়াসিন ৪১ বার খতম করে আমল করা জায়েজ আছে কিনা? ছেলে পছন্দ হয় কিন্তু ছেলেদের পছন্দ হয় না যে ছেলে কথা হয় ঘুরে যায়, সেই ছেলে ফিরে আসা নিয়ত করে আমল করা ঠিক হবে কিনা? অথবা কোন আমল থাকলে জানাবেন।

৮ জুলাই, ২০২৩
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এক.
হাদিসে এসেছে, আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,
إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَقَلْبُ القُرْآنِ يس ، وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ القُرْآنِ عَشْرَ مَرَّاتٍ
প্রত্যেক বস্তুর হৃদয় থাকে, কোরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়বে, মহান আল্লাহ তাকে দশবার সমগ্র কুরআন পড়ার সওয়াব দান করবেন। (তিরমিযী ২৮৮৭ বাইহাকী শুআবুল ঈমান ২২৩৮)
তবে নির্দিষ্ট খতম একটি পরীক্ষিত আমল বিশেষ। এটি সুন্নত বা করতে হবে এমন বিষয় নয়। কেউ যদি এ ধরণের আমল করেন, এতেও কোনো অসুবিধা নেই।

দুই.
আর দ্রুত বিয়ে হওয়ার কতিপয় আমল ও দোয়া জানার জন্য নিম্নের রেফারেন্স উত্তরটি পড়ে নিন--

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন