আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মুমূর্ষু ব্যক্তির পাশে করনীয় আমাল

প্রশ্নঃ ৮৫৬৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রোগী গুরুতর অসুস্থ। ডাক্তার বলেছেন, চব্বিশ ঘন্টার মধ্যে উনি মারা যেতে পারেন। এমতাবস্থায় কুরআনের কোন কোন অংশ তেলাওয়াত করতে পারি? দোয়া করতে চাইলে কোনো মাসনুন দোয়া আছে কী? জাঝাকুমুল্লাহ

২০ জানুয়ারী, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১) মুমূর্ষু ব্যক্তির পাশে বেশি বেশি কালেমায়ে তায়্যিবার তালকিন করা। হাদীসে আছে-
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ كِلاَهُمَا عَنْ بِشْرٍ، - قَالَ أَبُو كَامِلٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، - حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، حَدَّثَنَا يَحْيَى، بْنُ عُمَارَةَ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَقِّنُوا مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " .

আবু কামিল জাহদারী ফূযয়াল ইবনে হুসাইন ও উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে মুমূর্ষদের ″লা-ইলাহ ইল্লাল্লাহ″ এর তালকীন দাও। (তার সামনে কলেমা পাঠ করতে থাক যেন সে শুনে আল্লাহকে স্মরণ করে।)

আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ (সহীহ মুসলিম)
হাদীস নং: ১৯৯৫ আন্তর্জাতিক নং: ৯১৬ - ১

হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/9044
কালিমার তালকিন অর্থ হচ্ছে- তার পাশে একটু আওয়াজ করে কালেমা পড়তে থাকা। তবে এ অবস্থায় তাকে কিছুতেই মুখে উচ্চারণ করে কালেমা পড়ার আদেশ করা যাবে না।

২) মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কথা হাদীসে আছে-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، وَمُحَمَّدُ بْنُ مَكِّيٍّ الْمَرْوَزِيُّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، - وَلَيْسَ بِالنَّهْدِيِّ - عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اقْرَءُوا ( يس ) عَلَى مَوْتَاكُمْ " .

৩১০৭. মুহাম্মাদ ইবনে আলা ও মুহাম্মাদ ইবনে মক্কী (রাহঃ) ..... মা’কাল ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃত্যু বরণকারী ব্যক্তির নিকট ’সূরা ইয়াসীন’ পাঠ করবে।

কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ (সুনানে আবু দাউদ)
হাদীস নং: ৩১০৭ আন্তর্জাতিক নং: ৩১২১

হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/17454

والله اعلم بالصواب

মুফতী আবু সাঈদ উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন