আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৪৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمة الله و بركاته !আমি কোরআন শরিফ ডাউনলোড করলাম,এখন আমি ওজু বিহীন ঔ কোরআন শরীফ পাঠ করার সময় আমরা হাত দিয়ে পৃষ্ঠা উল্টাইয়াতে পারবো কিনা না? দয়া করে জনাবেন।

৫ নভেম্বর, ২০২০
চাটখিল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মোবাইলের স্ক্রিন মূল কোরআন শরীফ নয়। তথাপি যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে কুরআন শরীফ শো করতে থাকে, ততক্ষণ পর্যন্ত কুরআনের মতোই তার আদব রক্ষা করা উচিত।
অতএব মোবাইলে কুরআন শরীফ পড়ার সময় ওযুর সাথে স্পর্শ করা উচিত। কেউ কেউ এতে ভিন্নমত পোষণ করলেও বিনা অজুতে স্পর্শ না করার মধ্যেই রয়েছে সর্তকতা।
إنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ {٧٧} فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ {٧٨} لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ {٧٩
সূরা ওয়াক্বিআ'হ ৭৭-৭৯

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন