আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৪৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বীনি কথা শুনার সময়ে মাসনূন দো'আ অথবা জিকির পড়া যাবে?

৫ নভেম্বর, ২০২০
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


দ্বীনি আলোচনার মাঝে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত হয়, তখন চুপ করে কান পেতে তিলাওয়াত শোনা ওয়াজিব। আর যখন অন্যান্য আলোচনা চলছে, তখনও খেয়াল করে আলোচনা শোনা উচিৎ। এমনটাই কুরআনে কারীমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন।
তাসবিহ তাহলিল ও অন্যান্য জিকির তখনই ফলপ্রসূ হবে যখন সেটা একাগ্রচিত্তে করা হবে। দ্বীনি আলোচনা শোনার সময় জিকিরের জন্য একাগ্রতা সম্ভব হয় না। তবে যদি ঐ মূহুর্তে যিকির বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সে ক্ষেত্রে এ মজলিস থেকে উঠে গিয়ে যিকিরে মশগুল হওয়া উচিত। আলোচনার মজলিসে থেকে জিকিরে লিপ্ত হয়ে থাকা মজলিসের আদবের খেলাফ।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرۡنَا وَٱسۡمَعُواْۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٞ
সূরা বাক্বারাহ ১০৪

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন