আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তাস, দাবা, ক্যারামবোর্ড

প্রশ্নঃ ৩৪৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাস দাবা ক্যারাম বোর্ড ইত্যাদি খেলা যাবে কি ইসলামে কি বলে?

৪ জুন, ২০২৪
West Bengal 743442

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


খেলাধুলা কয়েক প্রকার।
১. যেসব খেলায় জুয়া ও বাজি আছে তা নিঃশর্তভাবে হারাম।
২. যেসব খেলায় অঙ্গহানি হওয়ার ভয় আছে অথবা খেলায় মত্ত হওয়ায় ইবাদত বন্দেগিতে শৈথিল্য এসে যায় এবং খেলার পেছনে নেশাগ্রস্ত হয়ে যায়। এ জাতীয় খেলা মাকরূহ তাহরীমী তথা নিষেধ।
৩. যেসব খেলায় শারীরিক বা মানসিক কোনো কল্যাণ নিহিত নেই, সেগুলোও মাকরুহ। এ সব খেলা পরিত্যাজ্য।
তাস ও দাবা খেলায় বাজি না ধরলে তা পূর্বোক্ত তৃতীয় পর্যায়ে পড়েবে। যদি এ খেলায় নেশাগ্রস্থের মতো মত্ত না হয়ে যায়।
জেনে রাখা উচিৎ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের খেলায় উৎসাহ দিয়েছেন।
১. স্বামী-স্ত্রীর বিনোদন।
২. ঘোড় দৌড়।
৩. তীরন্দাজি
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
সূরা মা-ইদাহ ৯০।

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ سَكَنَ الْبَادِيَةَ جَفَا ، وَمَنِ اتَّبَعَ الصَّيْدَ غَفَلَ، وَمَنْ أَتَى السُّلْطَانَ افْتُتِنَ ".
সুনানু আবী দাউদ ২৮৬০

وَلَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ ؛ مُلَاعَبَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ،
মুসনাদ আহমাদ ১৭৩২১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন