আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

চা বা পানের নেশা হয়ে গেলে তবে কি তা হারাম?

প্রশ্নঃ ৩৪৪১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন মানুষের যদি চা অথবা পান খাওয়ায় নেশা হয়ে যায় তবে কি তা হারাম? এছাড়া যদি কোনো কাজ বা জিনিসের প্রতি নেশা হয় তার ক্ষেত্রেও?

২৩ জুন, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কোনো হালাল জিনিসের প্রতি অতি আগ্রহ বা উদগ্রীব হওয়াকে লোকমুখে এটিকে 'নেশা' বলা হলেও শরিয়তের দৃষ্টিতে এটা নেশা নয়। বরং শরিয়তের দৃষ্টিতে নেশাজাত বলতে মাদকদ্রব্যকে বোঝানো হয়; যা হারাম।
এর দলিল হল, উমর রাযি. মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দানকালে কুরআনে ব্যবহৃত خمر শব্দের তাৎপর্য বোঝাতে গিয়ে বলেন,
والخمرُ ما خامَرَ العقلَ
আর যা মানুষের বিবেকবুদ্ধি বিলোপ করে দেয়, তা-ই মদ। (সহিহ মুসলিম ৩০৩২)
সুতরাং বুঝা গেল যে, চা-পান যেহেতু মদ নয়, সেই সাথে সমাজে মাদক হিসেবে স্বীকৃত নয় এবং এগুলো খাওয়ার দ্বারা কোনো প্রকার নেশাও হয় না তাই এগুলো খাওয়া হারাম নয়।
আল্লাহ তাআলা বলেন,
كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
আল্লাহর দেয়া রিযিক খাও, পান কর আর দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা করে বেড়িও না। (সূরা বাকারা ৬০)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন