আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

দাবা, লডু, ভিডিওগেমস, ইলেকট্রিক গেমস

প্রশ্নঃ ৩৪৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো, লডু, দাবা সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গেমস খেলার ব্যাপারে শরিয়তের হুকুম কী? যদিও টাকার হার-জিত না থাকে? জাযাকাল্লাহু খাইরন।

৪ জুন, ২০২৪
কাহালু

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
খেলাধুলাকে কয়টি ভাগে বিভক্ত করা হয়।
১. যেসব খেলায় জুয়া ও বাজি আছে তা নিঃশর্তভাবে হারাম।
২. যেসব খেলায় অঙ্গহানি হওয়ার ভয় আছে অথবা খেলায় মত্ত হয়ে এবাদত বন্দেগিতে শৈথিল্য এসে যায় এবং নেশাগ্রস্ত হয়ে যায়। এ জাতীয় খেলা মাকরূহ তাহরীমী তথা নিষেধ।
৩. যেসব খেলায় শারীরিক বা মানসিক কোনো কল্যাণ নিহিত নেই, সেগুলোও মাকরুহ। সব খেলা পরিত্যাজ্য। ইলেকট্রিক গেমসগুলো এ পর্যায়ে পড়ে, যদি তাতে নেশাগ্রস্থ না হয়ে যায়।

জেনে রাখা উচিৎ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের খেলায় উৎসাহ দিয়েছেন।
১. স্বামী-স্ত্রীর বিনোদন।
২. ঘোড় দৌড়।
৩. তীরন্দাজি
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
সূরা মা-ইদাহ ৯০।

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ سَكَنَ الْبَادِيَةَ جَفَا ، وَمَنِ اتَّبَعَ الصَّيْدَ غَفَلَ، وَمَنْ أَتَى السُّلْطَانَ افْتُتِنَ ".
সুনানু আবী দাউদ ২৮৬০

وَلَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ ؛ مُلَاعَبَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ،
মুসনাদ আহমাদ ১৭৩২১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন