আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ব্যাংকে পিয়ন পদে চাকরি করা কি হারাম?

প্রশ্নঃ ৩৪০৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতওয়ালা, মাদ্রাসার সবক শেষ করে বাসায় এসে মন বেশ খারাপ হয়ে গেল। শেষ ঘন্টায় উক্ত মাদ্রাসার প্রধান মুফতি যিনি আমাদের উর্দুর দারস দেন, তিনি আমার বাবার সম্পর্কে জানতে চাইলেন, ‘তিনি কি করেন?’ প্রতিউত্তরে বললাম তিনি, ‘IFIC Bank এ চাকরি করে’। উস্তায শুনে বেশ হতভম্ব হলেন, এরপর বললেন, ‘ব্যাংকের চাকরি তো হারাম।’ আরো বেশ কিছু কথা হয়েছিল। হযরতওয়ালা, ব্যাংকের চাকরি আমিও জানতাম হারাম। বাবাকে বেশ বুঝিয়ে ছিলাম চাকরি ছেড়ে দিতে, আল্লাহর উপর ভরসা করতে। আব্বু চুপচাপ থাকত। সম্ভবত: উনি চাকরি ছেড়ে দিলে অন্য কোনো চাকরিতে এ বয়সে জয়েন করতে পারবেন না, এই ভীতিতে ছিলেন। আর চাকরিহীন হলে, পরিবারের খরচ বহন করা অসম্ভবপর হত‌ ইত্যাদি বিবেচনা করে অগ্রসর হননি। এরপর আমি ২০২০ সাল থেকে প্রায় মুফতি মানসুরুল হক দামাত বারকাতুহুমের জুম'আর বয়ানে উপস্থিত হতাম, আমাদের বাসা থেকে নিকটেই বলা যায়। মুফতী মানসুরুল হক দামাত বারকাতুহুমের কাছে ব্যাংকে চাকরির বিষয়ে প্রশ্ন করলে তিনি জবাবে বলেছিলেন যে, ‘পিওন, ইমাম এরকম ছোট্ট পোস্টের চাকরির টাকা হারাম না’ উনার এই জবাবের পর আমি আমার বাবাকে পরবর্তীতে কখনো তেমন আর চাকরি ছাড়ার প্রতি জোর করিনি কারন বাবা পিওন পোস্টে জব করেন‌। যদিও বর্তমান প্রেক্ষাপটে হয়ত একেবারেই ব্যাংকের চাকরি হারাম। আমি জানিনা, মুফতি মানসুরুল হক দামাত বারকাতুহুমের জবাব এখনো পূর্বেরটাই বহাল রয়েছে কিনা (দীর্ঘদিন উনার মজলিসে যাওয়া পড়েনা)। কিন্তু আমার বাবার চাকরি আসলেই হারাম হলে, এহেন অবস্থাতে আমার করণীয় কি? আমি এক জামিয়া মাদ্রাসায় ইবতেদায়ীতে জামাতে পড়াশোনা করছি। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার বাবার ইনকাম হারাম হলে, তা ভক্ষন করা হারাম হবে। আদাবুল মুতাআল্লিমিন নামক এক কিতাবে পড়েছি, এহেন অবস্থায় যতটুকু খাবার খেয়ে জীবন বাঁচানো যাবে অন্তত ততটুকু খাওয়া। যদিও আমি এটা পারবো কিনা জানিনা.. কিন্তু না পারলে ইলমেদ্বীন থেকে মারাত্মক ভাবে বঞ্চিত হব! সর্বশেষ, আমার প্রশ্ন হচ্ছে: পিওন পোস্টে ব্যাংকে চাকরি কি হারাম? আমার বাবার বয়স ৫৫+।‌তিনি এখন ছেড়ে অন্য কোনো ভালো চাকরিও পাবেনা, কারন তার পড়াশোনা ততটা নেই। ২য় প্রশ্নঃ বাবার টাকা হারাম হলে ইলমেদ্বীন থেকে বঞ্চিত না হই এজন্য কি করা যেতে পারে? [আমি ২০১৯ সাল থেকে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে‌ যুক্ত। আমার বাবা ২০২০-২১ এ দ্বীন মানার উনার সাধ্যমত চেষ্টা শুরূ করেন। উনিও দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যুক্ত।]

২২ জুন, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় প্রশ্নকারী ভাই, ব্যাংকে চাকুরি করা হারাম হওয়ার কারণ দুইটি। ১- হারাম কাজে সহায়তা করা। ২- হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা।
হারাম কাজের সহায়তার বিভিন্ন ধাপ আছে। ইসলাম সব ধরণের সহায়তাকে হারাম বলে নি। বরং ঐ সব সহায়তা হারাম যেখানে সরাসরি হারাম কাজ জড়িত। যেমন সুদী লেনদেন করা, সরাসরি সুদী হিসাব সংরক্ষণ করা বা সুদী লেনদেন লেখা, সুদী টাকা উসুল করা ইত্যাদি। এ ধরণের চাকরি তো সন্দেহাতীতভাবে হারাম।
পক্ষান্তরে যদি সুদী কাজে সরাসরি লিপ্ত না হয়, বরং তার কাজ এমন হয় যেমন ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, পিয়ন ইত্যাদি হয় তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন চাকরি করার সুযোগ আছে। (ফাতাওয়া উসমানী ৩/ ৩৯৫; হারাম কাজের সহায়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে দেখুন-জাওয়াহিরুল ফিকহ ২/৪৫৭-৪৫৯)
তবে সর্বাবস্থায় ব্যাংকে যে কোনো চাকরি না করাটাই হবে তাকওয়ার পরিচায়ক। কেননা, আল্লাহ তাআলা বলেন,
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর। (সূরা তাগাবুন ১৬)
হাসান বসরী রহ. বলেন,
مَا زَالَتِ التَّقْوَى بِالْمُتَّقِينَ حَتَّى تَرَكُوا كَثِيرًا مِنَ الْحَلَالِ مَخَافَةَ الْحَرَامِ
মুত্তাকিদের তাকওয়া ততক্ষণ বিদ্যমান থাকবে, যতক্ষণ পর্যন্ত সে বেশ কিছু হালাল ত্যাগ করবে হারামে লিপ্ত হওয়ার ভয়ে। (জামিউল উলুম ওয়াল হিকাম, ইবনু রজব হাম্বলী ১/২১৭)
প্রিয় প্রশ্নকারী ভাই, উক্ত আলোচনার আলোকে বোঝা গেল, আপনার বাবার উক্ত চাকরি একেবারে হারাম বলা যায় না। সুতরাং আপনার প্রতি আমাদের পরামর্শ হল, এ নিয়ে বেশি চিন্তায় মগ্ন না হয় নিজের ইলম অন্বেষণের প্রতি পরিপূর্ণ মনোযোগ দিন। আমরা দোয়া করি, আল্লাহ আপনাকে হক্কানী আলেম হিসেবে কবুল করে নিন।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন