আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নাম পরিবর্তন করার শরয়ী বিধান।

প্রশ্নঃ ৩৩০১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম শুক্কুর মিয়া। বয়স-১৯। আমার প্রশ্ন হলো- আমার বাবা আমার ভালো কোন নাম রাখেন নাই।এখন এই নাম পরিবর্তন করার বেপারে শরীয়ত এর বিধান কি বা কিভাবে এই নাম পরিবর্তন করা যাবে ইসলামিক নিয়মে।

১০ মে, ২০২৩
WPVJ+২PX

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নাম হলো একজন মানুষের পরিচয়ের অন্যতম মাধ্যম। সুন্দর ও অর্থবোধক নাম রাখা প্রত্যেক পিতা-মাতা কিংবা অভিভাবকগণের ওপর দায়িত্ব ও কর্তব্য। রাসূল সা.-এর অসংখ্য হাদীস দ্বারা সুন্দর নামের গুরুত্ব ফোটে ওঠে। সুন্দর নামের প্রভাব সন্তানের জীবনে প্রতিফলিত হয়, এবং খারাপ নামের বদ আছর বাস্তবায়িত হয়। আপনি আপনার সন্তানের যে নাম রাখবেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা এ নামেই ডাকবেন, যেমনটি এসেছে হযরত আবুদ দারদা রা. হতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। (আবু দাউদ, হাদীস ৪৯৪৮)
কারো নাম অসুন্দর হলে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে সুন্দর নাম রাখতেন। হাদীস শরীফে এ ধরনের একাধিক ঘটনা বর্ণিত হয়েছে।

عَنِ ابْنِ عُمَرَ: أَنّ ابْنَةً لِعُمَرَ كَانَتْ يُقَالُ لَهَا عَاصِيَةُ فَسَمّاهَا رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ جَمِيلَةَ.
হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, হযরত ওমর রা.এর এক মেয়ের নাম ছিল আছিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন জামীলা। (সহীহ মুসলিম, হাদীস ২১৩৯)
https://muslimbangla.com/hadith/12469

এজন্য আপনি আপনার নাম পরিবর্তন করতে পারেন। এতে শরয়ী দৃষ্টিকোন থেকে কোনো সমস্যা নেই।

আপনি আপনার বর্তমান নামের কাছাকাছি তেমন, আব্দুশ শাকুর বা মুহাম্মদ শাকের বা অন্য কোনো নাম রাখতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর