আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তারাবীহ নামাজের কাজা পড়ার বিধান

প্রশ্নঃ ৩২৫১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাদের কাছে আর্জেন্ট দৃষ্টি কামনা করছি। আমি জানি তারাবি নামায ২০ রাকাত পড়াই সুন্নত তবে গতকাল আমার একটা ভুল হয়ে যায়, যে আমার রাকাত এর সংখ্যা খেয়াল না থাকায় ১৮ রাকাত তারাবীর নামাজ পড়ার পর মুসল্লিদের নিয়ে বিতির নামাজ আদায় করি, যা নামাজের পর মুসল্লিদের থেকে জানতে পারি। এই বিষয়টা নিয়ে খুব বিশৃঙ্খলা হচ্ছে কাজেই আমি কোরআন এবং হাদিসের আলোকে দলিল চাই যে আমার জন্য কোন মাসালাটা প্রযোজ্য?

১০ এপ্রিল, ২০২৩
Cairo Governorate 4454511

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তারাবীহের নামাজ সুন্নত। ফরজ নয়। ভুলের কারণে যেটা ছুটে গেছে সেটা নিয়ে বিশৃংখলা করার প্রয়োজন নাই। মুসল্লিদের বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিলেই হয়।

তারাবীহ নামাযের কোন কাযা নেই। তাই পরবর্তীতে কাযা করার কোন সুযোগ নেই। পড়লে তা নফল হবে। তারাবীহ নামাযের কাযা হবে না।

“ولا تقضى التراويح” أصلا “بفواتها” عن وقتها “منفردا ولا بجماعة” على الأصح لأن القضاء من خصائص الواجبات وإن قضاها كانت نفلا مستحبا لا تراويح (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، فصل فى صلاة التراويح-416)

(وَلَا تُقْضَى إذَا فَاتَتْ أَصْلًا) وَلَا وَحْدَهُ فِي الْأَصَحِّ (فَإِنْ قَضَاهَا كَانَتْ نَفْلًا مُسْتَحَبًّا وَلَيْسَ بِتَرَاوُحٍ) (الدر المختار مع رد المحتار، كتاب الصلاة، باب الوتر والنوافل، مبحث صلاة التروايح-494-495

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন